করােনায় কাজ হারিয়ে বিদেশ থেকে ফিরেছেন কেরলের ১০ লক্ষ মানুষ 

এয়ারপাের্ট অথরিটি অফ ইন্ডিয়ার তথ্য বলছে ২০২০ সালের মে থেকে এ বছর ১৮ জুন পর্যন্ত কেরলে ফিরেছেন প্রায় ১৫ লক্ষ মানুষ।

Written by SNS New Delhi | July 6, 2021 10:32 am

indian working

কেরলের লক্ষ লক্ষ মানুষ বিদেশে কর্মরত। বিশেষ করে পশ্চিম এশিয়া তথা আরব দেশগুলিতে। মহামারীর বছরে ভয়ঙ্কর কর্ম সংকট তৈরি হয়েছে। 

এয়ারপাের্ট অথরিটি অফ ইন্ডিয়ার তথ্য বলছে ২০২০ সালের মে থেকে এ বছর ১৮ জুন পর্যন্ত কেরলে ফিরেছেন প্রায় ১৫ লক্ষ মানুষ। যাঁদের মধ্যে কাজ হারিয়েছেন কম-বেশি সাড়ে দশ লক্ষ। 

শুধু একটি রাজ্যের বিক্ষিপ্ত ছবি ভাবলে ভুল হবে। বহু রাজ্যের ক্ষেত্রেই এটা রূঢ় বাস্তব। তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত এমনকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেরলের মতাে না হলেও বিদেশ থেকে কাজ হারিয়ে ফেরার সংখ্যাটা নেহাত কম নয়। 

সার্বিক পরিসংখ্যান না জানা গেলেও অনেকেই মনে করছেন, দেশের বহু রাজ্যেই এরকম অসংখ্য মানুষ কাজ হারিয়ে ভিন দেশ থেকে ফিরে এসেছেন। যা ভারতের ঘরােয়া অর্থনীতিতেও চিন্তার কারণ হতে পারে। 

তিরুবনন্তপুরম, কানুর, কোচি এবং কোঝিকোড়- কেরলের চারটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরিসংখ্যান বলছে গত এক বছরে প্রায় ২৭ লক্ষ আন্তর্জাতিক যাত্রী বিভিন্ন দেশ থেকে কেরলে ফিরে এসেছে।