• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

হরিয়ানায় কংগ্রেস কর্মী খুনে গ্রেপ্তার ‘প্রেমিক’

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শচীন। সে হরিয়ানার বাসিন্দা। হিমানির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে দাবি করেছে ওই যুবক।

কংগ্রেস কর্মী হিমানি নারওয়াল হত্যা মামলার নয়া মোড়। এই ঘটনায় গ্রেপ্তার হিমানির ‘প্রেমিক’। শনিবার হরিয়ানার রোহতকের কাছে হাইওয়েতে একটি ট্রলিব্যাগে হিমানির মৃতদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছিল। হরিয়ানা পুলিশ জানিয়েছে, হিমানি নারওয়াল হত্যা মামলার একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নারওয়ালের পরিবার তাঁর মৃতদেহ দাহ করতে অস্বীকার করে। মৃত কংগ্রেস নেত্রীর পরিবারের দাবি, দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা মৃতদেহ দাহ করবে না।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শচীন। সে হরিয়ানার বাসিন্দা। হিমানির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে দাবি করেছে ওই যুবক। ধৃতের দাবি, সে হিমানিকে অনেক টাকা দিয়েছিল। তা সত্ত্বেও হিমানি তার কাছে আরও টাকা দাবি করার পাশাপাশি ব্ল্যাকমেলও করত।

খুনের ৩৬ ঘণ্টা পর রোহতক পুলিশ দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত হিমানি নারওয়ালকে তার নিজের বাড়িতেই খুন করেছিল। হিমানি বিজয়নগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার মা এবং ভাইও সঙ্গে থাকতেন। কিন্তু ঘটনার দিন, তারা দু’জনেই নাজাফগড়ে গিয়েছিল এবং হিমানি বাড়িতে একা ছিল। সেই দিন অভিযুক্ত শচীন হিমানীকে খুন করে। তারপর তার দেহ একটি ট্রলিতে ঢুকিয়ে বাড়ি থেকে ৮০০ মিটার দূরে সাম্পলা বাস স্ট্যান্ডের কাছে ফ্লাইওভারের কাছে ফেলে দেয়।

হিমানি নারওয়াল কংগ্রেস পার্টির সক্রিয় সদস্য ছিলেন। তিনি আইন নিয়ে পড়ছিলেন। ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারও করেন হিমানি। পরিবারের সদস্যদের মতে, হিমানির বিয়ের জন্য একটি ছেলের খোঁজ করা হচ্ছিল। এদিকে, পুলিশের প্রাথমিক তদন্তে হিমানির প্রেমের বিষয়টি উঠে এসেছে। খুনিই তাঁর প্রেমিক।