অক্সিজেনের চাহিদা অনেকটাই কমছে দিল্লির। অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকায় উল্টে উদ্বৃত্ত হয়ে যাচ্ছে। এবার অভাবী রাজ্যগুলিকে অক্সিজেন দিয়ে সাহায্য করতে চায় দিল্লি প্রশাসন।
বৃহস্পতিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসােদিয়া জানান দিল্লিতে করােনা সংক্রমণ কিছুটা কমের দিকে। সে কারণে অক্সিজেনের চাহিদা কমেছে আগের থেকে। হাসপাতালে শয্যাও ফাকা হচ্ছে। পনেরাে দিন আগে ৭০০ মেট্রিক টন অক্সিজেনের দরকার ছিল আমাদের। এখন চাহিদা কমে ৫৮১ মেট্রিক টন হয়েছে। তাই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছি দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেনের উদ্বৃত্ত যে সব রাজ্যে অক্সিজেনের ঘাটতি রয়েছে তাদেরকে দিয়ে সাহায্য করা হয়।
Advertisement
উল্লেখ্য, নতুন করে ২৪ ঘন্টায় দিল্লিতে করােনা আক্রান্ত হয়েছেন ১০,৪০০ জন। যা আগের দিনের চেয়ে ২১ শতাংশ কম। সংক্রমণের হারও কমে হয়েছে ১৪ শতাংশ। দিল্লির পাশে থাকার জন্য দিল্লি হাইকোর্ট এবং কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।
Advertisement
Advertisement



