হাসপাতালে অসুস্থ কন্যাকে নিয়ে যাওয়ার পথে দ্রুতগামী বিলাসবহুল গাড়ির ধাক্কায় প্রাণ হারাল পাঁচ বছরের এক শিশু। দুর্ঘটনাটি ঘটে শনিবার রাতে নয়ডার সেক্টর-২০ অঞ্চলে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন শিশুটির বাবা এবং কাকা। নয়ডা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার তদন্ত চলছে।
মৃত শিশুটির নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। তাঁর বাবা গুল মহম্মদ এবং আত্মীয় রাজা নয়ডার সেক্টর-৪৫-এর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গুল মহম্মদের কন্যা। তাঁরা দ্রুত স্কুটারে করে শিশুটিকে সেক্টর-৩০-এর একটি শিশু হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে আসা একটি বিলাসবহুল গাড়ি স্কুটারটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
গুরুতর আহত অবস্থায় গুল মহম্মদ এবং রাজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়িচালক যশ শর্মা এবং তাঁর সঙ্গী অভিষেক রাওয়াতকে। তাঁরা দু’জনে মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যশ শর্মা নয়ডার সেক্টর-৩৭-এর বাসিন্দা এবং অভিষেক থাকেন সেক্টর-৭০-এ। দুর্ঘটনার মুহূর্তটি সেক্টর-২০ থানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে, সংঘর্ষের পরে স্কুটার এবং গাড়ি – উভয় যানই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।