এএন-৩২ বিমান দুর্ঘটনায় ‘কেউ বেঁচে নেই’ জানালেন ভারতীয় বায়ুসেনা

বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এএন-৩২ বিমানের সকলেই দুর্ঘটনায় ‘কেউ বেঁচে নেই’। এএন-৩২ বিমানে ৩ জুন থেকে নিখোঁজ হয়ে যায়।

Written by SNS New Delhi | June 13, 2019 4:02 pm

বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এএন-৩২ বিমানের সকলেই দুর্ঘটনায় ‘কেউ বেঁচে নেই’। এএন-৩২ বিমানে ৩ জুন থেকে নিখোঁজ হয়ে যায়।  আট দিন পর মঙ্গলবার অরুণাচল প্রদেশের লিপো অঞ্চলে এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় ৮ সদস্যের উদ্ধারকারী দল।

বিমানের ১৩ জন কর্মীর পরিবারদের আজ সকালেই জানিয়ে দেওয়া হয় দুর্ঘটনায় কেউই বেঁছে নেই।

এএন-৩২ বিমানের শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে ভারতীয় বায়ুসেনার তরফে ট্যুইট করা হয়।

আবহাওয়া এবং ঘন জঙ্গলের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য উদ্ধারকারী দলের উদ্ধারের কাজে অনেক ধীর করে দেয়।

অ্যানটভ এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ প্রথম নজরে আসে মঙ্গলবার উদ্ধারকারী এমআই-১৭ হেলিকপ্টারের- দুর্ঘটনার আট দিন পর-লিপো থেকে ১৬ কিমি উত্তরে, সমতলের ১২০০০ ফুট উচ্চতায়।

এর পরেই ভারতীয় বায়ুসেনার আর আর্মি কর্তাদের ও পর্বতারোহীদের এয়ারলিফট করে দুর্ঘটনা স্থলের কাছে পৌঁছে দেওয়া হয়।

১৩ জন অফিসারকে নিয়ে এএন-৩২ বিমান ৩ জুন অসমের জোরহাট বিমানঘাঁটি থেকে অরুণাচল প্রদেশের মেনচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশে রওনা হয়।

১২:২৫ মিনিটে অসম বিমানঘাঁটি থেকে বিমান ওড়ার পর ১ টা নাগাদ বিমানের সঙ্গে শেষ সম্পর্ক হয়।

যুদ্ধবিমান, হেলিকপ্টার, বিশেষ সেন্সর লাগানো বিমান, উপগ্রহ এমনকি পুলিশ, স্থানীয় প্রশাসনিক সংস্থা সকলেই নিখোঁজ বিমানের খোঁজে লেগে পড়েছিল।

ভারতীয় নৌবাহিনী আর ইসরো-কেও উদ্ধারের কাজে লাগানো হয়েছিল।