কেন্দ্রের নতুন শিক্ষানীতি মানতে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না। এক মামলার পর্যবেক্ষণে এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের যৌথ বেঞ্চ এদিন জানায়, কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না। অর্থাত নতুন শিক্ষানীতি কোনও রাজ্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না।
কিন্তু দেশের শীর্ষ আদালত তা মনে করছে না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কেন্দ্র চাইলে নতুন শিক্ষানীতি কোনও রাজ্যের ওপর চাপিয়ে দিতে পারে না। জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনও রাজ্যকে বাধ্য করাও যায় না। তাই এক্ষেত্রে কোনও পদক্ষেপ শীর্ষ আদালত করবে না। তবে এটাও জানানো হয়েছে, রাজ্যের পদক্ষেপ যদি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে, তাহলে সেই পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করতে পারে আদালত।
Advertisement
তবে সুপ্রিম কোর্ট ওই আইনজীবীর আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত জানায়, জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনও রাজ্যকে বাধ্য করতে পারে না তারা। তবে রাজ্যের পদক্ষেপ যদি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে, তবে শুধু সে ক্ষেত্রেই আদালত হস্তক্ষেপ করতে পারে।
Advertisement
Advertisement



