আরে কলোনিতে ‘আর গাছ কাটা হবে না’ : আগামী ২১ অক্টোবর শুনানি পর্যন্ত শীর্ষ আদালত স্থগিতের আদেশ দেয়

পরিবেশকর্মীদের জন্য সুখবর, শীর্ষ আদালত সোমবার মহারাষ্ট্র সরকারকে মুম্বাইয়ের আরে কলোনি থেকে মেট্রো রেল প্রকল্পের জন্য গাছ কাটতে বারণ করেছে। 

Written by SNS New Delhi | October 7, 2019 3:42 pm

পরিবেশকর্মীদের জন্য সুখবর, শীর্ষ আদালত সোমবার মহারাষ্ট্র সরকারকে মুম্বাইয়ের আরে কলোনি থেকে মেট্রো রেল প্রকল্পের জন্য গাছ কাটতে বারণ করেছে।

আরে কলোনিতে গাছ কাটার বিষয়ে কোর্ট স্থিতাবস্থা রাখার আদেশ দিয়েছে ২১ অক্টোবর আগামী শুনানির তারিখ পর্যন্ত।

আরে কলোনিতে ২৭০০ গাছ কেটে মেট্রোর কার শেড বানানোর মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্ত নিয়ে এপেক্স কোর্টে এক বিশেষ শুনানি হয়।

জনস্বার্থ মামলা মোকদ্দমার আওতায় এক দল ছাত্র রবিবার ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন আরে জঙ্গলে গাছ কাটার বিষয় নিয়ে। আর এই চিঠিকে ভিত্তি করে সুপ্রেম কোর্ট এই রায় দিয়েছে।

চিঠিতে ছাত্ররা প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন তিনি যেন এই গাছ কাটাতে স্থগিতাদেশ দেন।

সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে বেঞ্চকে আশ্বাস দেন যে এখন থেকে আর কোন গাছ কাটা হবে না।

শুনানির সময় জাস্টিস অরুণ মিশ্র জিজ্ঞাসা করেন আরে জঙ্গল কি ইকো-সেন্সিটিভ জোনে পরে কি না আর জরুরি নথিপত্র পেশ করতে যাতে ওই জায়গাটা ইকো-সেন্সিটিভ জোন প্রমাণিত করা যায়।

কোর্ট রাজ্য সরকারকে আদেশ দেয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রালয়কেও এই কেসের অংশ করে নিতে। পরবর্তী শুনানি ২১শে অক্টোবর।

ইতিমধ্যে যে ২৯ জন কর্মীকে শনিবার গ্রেপতার করা হয়েছিল তাঁদের রবিবার থানে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তাদেরকে আড়ে কোলোনি থেকে অ্যারেস্ট করা হয়েছিল, সরকারি কর্মচারীদের কাজে বাঁধা দেওয়ার কারণে। পরিবেশকর্মীদের দাবি ছিল এক হাজারের ওপর গাছ কেটে ফেলা হয়েছে।

আদিত্য ঠাকরে, জিগ্নেশ মেভানির মতন বিশিষ্ট ব্যক্তিরাও আরে কলোনির গাছ কাটার প্রতিবাদ করেছেন। তাঁরা মুম্বাই বাসীদের এই বেআইনি কাজের বিরোধিতা করতে বলেছেন।