বিনয় শর্মার মানসিক অসুস্থতার দাবি মিথ্যে, জানাল তিহার কর্তৃপক্ষ

তিহার কর্তৃপক্ষের তরফে জানানাে হয়েছে, বিনয় শর্মা তার মা ও আইনজীবীর সঙ্গে কথা বলেছে, ফলে তার কোনও মানসিক অসুস্থতা নেই তা স্পষ্ট।

Written by SNS New Delhi | February 23, 2020 12:51 pm

নির্ভয়া কাণ্ডের চার অপরাধী অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্তা, মুকেশ সিং এবং বিনয় শর্মা। (File Photo: Twitter | @7ru7h_1)

শেষ চেষ্টা, কিন্তু ধােপে টিকল না ফাঁসির আসামি বিনয় শর্মার মানসিকভাবে অসুস্থ হওয়ার দাবি। তিহার জেল কর্তৃপক্ষের দেওয়া রিপাের্টে নির্ভয়া কান্ডে দোষী শর্মার দাবিকে ‘একগুচ্ছ মিথ্যে কথা’ বলে ব্যাখ্যা করে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নির্ভয়া কান্ডে দোষী বিনয় শর্মা মানসিক অসুস্থতার উল্লেখ করে প্রাণদন্ডের শাস্তি থেকে অব্যাহতি চাওয়ার শেষ চেষ্টা করেছে। ফাঁসির আসামি বিনয় শর্মার মাথায় গভীর চোটটি সে নিজের ওপর অত্যাচার করার ফলে তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজের সিডিও জমা করেছে। তাতে স্পষ্ট দেখা গেছে, বিনয় জেলের দেওয়ালে মাথা ঠুকে ‘স্ব-নির্যাতন’ চালিয়ে ক্ষতের সৃষ্টি করেছে।’ 

বিনয় শর্মার আইনজীবী এ পি সিং পটিয়ালা হাউস কোর্টে আবেদন করে জানান, ‘বিনয় শর্মার মাথায় গভীর ক্ষত হয়েছে। ডান হাতের হাড়ে গভীর চিড় ধরা পড়েছে। মাথায় জোরে আঘাত লাগার কারণে গভীর ক্ষত সৃষ্টি হওয়ার পাশাপাশি মানসিক অসুস্থতার লক্ষণও দেখা যাচ্ছে। পটিয়ালা হাউস কোর্টে অতিরিক্ত দায়রা বিচারপতি ধর্মেন্দ্র রানার কোর্টে পাবলিক প্রসিকিউটর ইরফান আহমেদ বলেন, ফাঁসির আসামিকে নিয়ন্ত্রনে নেওয়া হয়েছে। স্ব-নির্যাতন চালিয়ে নিজের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এক্স-রে থেকে জানতে পারা গেছে, দোষী শরীরে কোথাও হাড় ভাঙেনি বা চিড় ধরেনি। দোষী মিথ্যে কথা বলে চিকিৎসকের সহায়তা চেয়েছিল। জেলের চিকিৎসকদের রিপোর্ট ডি জি পাঠানাে হয়েছে।’

তিহার কর্তৃপক্ষের তরফে জানানাে হয়েছে, বিনয় শর্মা তার মা ও আইনজীবীর সঙ্গে কথা বলেছে, ফলে তার কোনও মানসিক অসুস্থতা নেই তা স্পষ্ট। তিহার জেল কর্তৃপক্ষের হয়ে সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, শর্মার দাবি পুরাে মিথ্যে। চিকিৎসক তাকে পরীক্ষা করে হালকা ক্ষত দেখতে পেয়েছে। তাকে ওষুধ দেওয়া হয়েছে। নিজে দেওয়ালে মাথা ঠোকায় গভীর ক্ষত সৃষ্টি হয়নি। মেডিকেল রিপাের্টে ফাঁসির আসামি বিনয় শর্মার কোনও মানসিক চিকিৎসার প্রয়ােজন নেই। হাসপাতালেও চিকিৎসা করার প্রয়ােজন নেই। নিয়মিত চিকিৎসকরা আসমিদের পরীক্ষা করে দেখছে। ফাঁসির সাজাপ্রাপ্ত চার আসামি শারীরিকভাবে ঠিক আছেন।

এদিকে, ফাঁসির দিন এগিয় আসায় চারজনের পরিবারের লােকজন শেষবারের মতাে দেখা করার জন্য আবেদন করেছেন।