গুগল প্লে স্টোরকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন অ্যাপ আনছে ফোনপে

Written by SNS February 8, 2024 3:51 pm

থাকবে বিনামুল্যে কেনাকাটার সুবিধা
দিল্লি, ৮ ফেব্রুয়ারি– গুগল প্লে স্টোরকে টক্কর দিতে এবার নয়া অ্যাপের পথে হাঁটল ফোনপে৷ আগামী ২১ ফেব্রুয়ারি নয়া ওই অ্যাপ আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে৷ সংস্থার দাবি, অন্যান্য অ্যাপের মাধ্যমে কোনও কিছু কেনাকাটা করতে গেলে যেখানে ১৫ থেকে ৩০ শতাংশ ফি দিতে হয়, সেখানে নয়া এই অ্যাপে বিনামূল্যে কেনাকাটা করতে পারবেন গ্রাহকেরা৷
সহজেই অনেক বেশি গ্রাহককে আকৃষ্ট করতে নতুন অ্যাপে নানান গ্রাহকদের নানান সুবিধে দিতে চলেছে ফোনপে৷ এই অ্যাপেইংরেজি ছাড়াও নয়া অ্যাপে থাকছে ১২টি ভারতীয় ভাষা৷ এমনকী ইমেল অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি মোবাইল নম্বরের মাধ্যমেও এই অ্যাপে লগইন করা যাবে৷ এর ফলে সহজেই অনেক বেশি গ্রাহককে আকৃষ্ট করা যাবে বলে মনে করছে ফোনপে৷
প্রসঙ্গত, ফোনপে নিজস্ব ব্যবসার পরিকাঠামো তৈরির আগে পর্যন্ত এটি ফ্লিপকার্টেরই একটা অংশ ছিল৷ ২০২০ সালের ডিসেম্বরে ফোনপে ব্যবসা জমানোর পরে ঘোষণা করেছিল, ফ্লিপকার্টের সঙ্গে যোগসূত্র আংশিক ছিন্ন করেছে তারা৷ সে সময়ে তারা প্রেস বিবৃতি দিয়ে বলেছিল, ‘এই দু’টি ব্যবসা আলাদা হলে শেয়ারদর অনেকটা বাড়বে, বিনিয়োগের নতুন সুযোগ বাড়বে৷ ভারতের যে টেকনোলজিক্যাল ইকোসিস্টেম, তাতে এই দুই সংস্থা আলাদা ভাবে বড় ভূমিকা নিতে পারে৷’ পরে ২০২২ সালের নভেম্বরে ফ্লিপকার্টের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে ফোনপে৷ ফোনপে-র প্রতিষ্ঠাতা এবং সিইও সমীর নিগম এই বিষয়ে বলেন, ‘আমরা এখন পরবর্তী ধাপের দিকে তাকিয়ে আছি৷ নতুন এই ব্যবসায় আমরা বিনিয়োগ বাড়াচ্ছি বিমা, স্বাস্থ্য, সম্পত্তি ম্যানেজমেন্ট, এইসব দিকে৷ এবার গ্রাহকদের চাহিদা মেনেই আনা হচ্ছে নয়া এই অ্যাপ৷’