• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এনসিপি’র সঙ্গে কখনই জোট নয়, ফড়ণবীশের পুরনো পোস্ট ভাইরাল

রাজনীতির খেলা ঘুরিয়ে শনিবার মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে বিজেপি। শনিবার ভাের রাতের নাটকীয় সিদ্ধান্তে মারাঠাভূমে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ।

দেবেন্দ্র ফড়নবিশ (File Photo: IANS)

পাঁচ বছর আগে বলেছিলেন বিজেপি কখনই এনসিপি’র সঙ্গে হাত মেলাবে না। সেই দেবেন্দ্র ফড়ণবীশই শনিবার কাকভােরে সকলের লক্ষ্যে চুপিচুপি এনসিপি’র অজিত পাওয়ারকে নিয়ে সরকার গড়লেন। আর তারপরই শনিবার থেকে মহারাষ্ট্রে সােশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ঐ পুরনাে পােস্টটি।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে একটি টুইট পােস্টে দেবেন্দ্র ফড়ণবীশ বলেছিলেন, ‘বিজেপি কখনই এনসিপি’র সঙ্গে জোট করবে না। ওদের দুর্নীতি নিয়ে আমরা বিধানসভায় সরব হয়েছিলাম। কিন্তু বাকিরা চুপ ছিল’। শনিবার সকাল থেকেই ফড়ণবীশের সেই টুইট ফের ভাইরাল হয়ে যায়।

Advertisement

রাজনীতির খেলা ঘুরিয়ে শনিবার মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে বিজেপি। শনিবার ভাের রাতের নাটকীয় সিদ্ধান্তে মারাঠাভূমে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ । তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শরদ পাওয়ারের ভাইপাে অজিত পাওয়ার।

Advertisement

শুধু ঐ টুইটই নয়, অতীতে এনসিপি উদ্দেশ্যে করা ফড়ণবীশের একাধিক আক্রমণাত্মক ট্যুইট সামনে তুলে আনেন নেটিজেনরা।

Advertisement