দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপূজার সময় ৯ দিন ধরে পালন করা হয় নবরাত্রি। অনেকে ব্রতও পালন করেন। আর এবার ব্রতের খাবার ‘কুট্টু কা আটা’ খেয়ে মিরাটে অসুস্থ ১৬০ জনেরও বেশি ভক্ত। হঠাৎই খাদ্যে বিষক্রিয়া, বমি এবং ডায়রিয়ার মতো রোগ দেখা দেওয়ায় তাঁদের ভর্তি করা হয় জেলা হাসপাতালে। নষ্ট হয়ে যাওয়া আটা খেয়েই অসুস্থ হয়ে পড়েন বহু। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা সঙ্কটজনক।
নবরাত্রিতে ‘ কুট্টু কা আটা’-র তৈরি রুটি, পুরি ব্রতের জন্য বিখ্যাত। কিন্তু সেই আটা খেয়েই এবার অসুস্থ বহু। এই আটার মধ্যে উষ্ণ শক্তি রয়েছে। যা সাহায্য করে নবরাত্রির সময় ঘটে যাওয়া মৌসুমী পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে। জানা গিয়েছে, বাজারে বিক্রি করা হয় নষ্ট হয়ে যাওয়া আটা। যা খেয়েই হাসপাতালে চিকিৎসাধীন বহু।
Advertisement
Advertisement
Advertisement



