• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

অলীক কল্পনা, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া ! 

রিপোর্ট বলছে ওই উচ্চতা ছুঁয়ে মধ্য আয়ের দেশ হতে চিনের লাগবে ১০ বছর

দিল্লি,  ৬ আগস্ট– যে দেশের মাথাপিছু আয় আমেরিকার মাত্র এক  চতুর্থাংশ ছুঁতে সময় লাগে দীর্ঘ ৭৫ বছর। সে দেশের সরকারের দাবি, আগামী ছ’বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। এ কথা বলছে বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট।  এই রিপোর্ট বলছে ওই উচ্চতা ছুঁয়ে মধ্য আয়ের দেশ হতে চিনের লাগবে ১০ বছর। এমনকি ইন্দোনেশিয়াও ভারতের আগে (৭০ বছর) সেই লক্ষ্য ছোঁবে। বর্তমানে মধ্য আয়ের তালিকায় রয়েছে বিশ্বের ১০৮টি দেশ।

বিশ্ব ব্যাঙ্কের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৪: দ্য মিডল ইনকাম ট্র্যাপ’ রিপোর্ট অনুসারে, আমেরিকার মাথাপিছু বার্ষিক জিডিপির ১০% হল প্রায় ৮০০০ ডলার। এমনিতে কোনও দেশ মাথাপিছু আয় ১১৩৬-১৩,৮৪৫ ডলার হলে তারা মাঝারি আয়ের দেশ হিসেবে চিহ্নিত হয়। সেই নিরিখে যে দেশে প্রত্যেক মানুষ বছরে ৮০০০ ডলার রোজগার করেন, সেই দেশ বিশ্ব ব্যাঙ্কের মাপকাঠিতে মাঝারি আয়ের মধ্যবর্তী পর্যায়ে পড়ে। রিপোর্ট বলছে, ২০২৩ সালে এ রকম ১০৮টি দেশ রয়েছে। সেখানে থাকেন ৬০০ কোটি মানুষ (বিশ্বের জনসংখ্যার ৭৫%)।

কিন্তু বর্তমানে ওই সব দেশে তিন জনের মধ্যে দু’জনই চূড়ান্ত দরিদ্র। এমনকি তাদের এগোনোর রাস্তা আরও কঠিন বলে জানাচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। বিশেষত, তারা যে সব সমস্যার মুখে পড়বে তার মধ্যে রয়েছে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি, বাড়তে থাকা ঋণের বোঝা, কঠিন ভূ-রাজনৈতিক ও আন্তর্জাতিক বণিজ্য পরিস্থিতি। পরিবেশ দূষণ এড়িয়ে আর্থিক উন্নতি করাও তাদের সামনে বড় চ্যালেঞ্জ।