বৃহস্পতিবার তিন রাজ্যে প্রচারে মোদি

আগামী বৃহস্পতিবার ২৮মার্চ থেকে নতুন দফায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Written by SNS March 27, 2019 11:34 am

নরেন্দ্র মোদি (Photo: IANS)

দিল্লি,২৬ মার্চ- আগামী বৃহস্পতিবার ২৮মার্চ থেকে নতুন দফায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।একই দিনে তিনি তিন জায়গায় প্রচার সারবেন। তালিকায় রয়েছে জম্মু -কাশ্মীর, উত্তরাখন্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশ ।

এদিনের প্রধান আকর্ষণ মিরাটের এক বিশাল জনসভা। পশ্চিম উত্তরপ্রদেশের আটটি আসনে ১১ এপ্রিল ভোট। তার আগে বিজেপির পালে হাওয়া টানতেই এই প্রচার সভা নমোর। এরপরেই তিনি যাবেন উত্তরাখণ্ডের রুদ্রপুরে। সেখানে জনসভা শেষে মোদি যাবেন জম্মু-কাশ্মীরের আখনুরে। শুক্রবারও নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী। যাবেন ওড়িশার কোরাপুট, তেলেঙ্গানার মাহবুব নগর এবং অন্ধ্রপ্রদেশের কুরনুলে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে জম্মু-কাশ্মীরের কাঠুয়াতেও জনসভা ও র‍্যালি করবেন প্রধানমন্ত্রী।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে পাঁচটি লোকসভা কেন্দ্রই এসেছিল বিজেপির দখলে এবার সেই চিত্রে যাতে কোনো পরিবর্তন না আসে, তার জন্যে কোমর বেঁধে কাজে নেমেছে বিজেপি।