মমতার স্লোগানই কেরল জয়ের হাতিয়ার মোদির

Written by SNS February 27, 2024 5:21 pm

Thrissur, Jan 3 (ANI): Prime Minister Narendra Modi addresses a mass gathering of women at the Bharatiya Janata Party's Mahila Conference, in Thrissur on Wednesday. (ANI Photo)

সিপিএম-কংগ্রেসকে বিঁধতে ‘দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তি’
দিল্লি, ২৭ ফেব্রুয়ারি-– মঙ্গলবার কেরলে বিজেপির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল বহুকাল আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার করা এক বিখ্যাত উক্তি৷ ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিএম সহ বামেদের আতাঁত বোঝাতে ‘রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তির’ কথা বলে কেরলবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর আর্জি, এবার বিজেপিকে সুযোগ দিন৷ ঘটনাচক্রে কংগ্রেসে থাকাকালীন একসময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দিল্লিতে ‘দোস্তি, রাজ্যে কুস্তি’৷ তাঁর এই কথায় সেইসময় তোলপাড়া হয়ে গিয়েছিল বঙ্গ রাজনীতি৷ মূলত সিপিএমের বিরুদ্ধে তোপ দেগেই দিল্লি সরকারকে এই কটাক্ষ করেছিলেন মমতা৷ কারণ তখন তাঁর লড়াইয়ে হামেশাই হস্তক্ষেপ করতল দিল্লির তৎকালীন নেতৃত্ব৷ সেই পরিস্থিতে কংগ্রেসের সঙ্গে সিপিএমের বোঝাপড়ার রাজনীতি বোঝাতে গিয়েই বর্তমান তৃণমূল সুপ্রিমো এই উপমাটি ব্যবহার করেছিলেন৷
লোকসভা ভোটে দাক্ষিণাত্য বিজয়ের লক্ষ্যে মঙ্গলবার থেকে তিনদিনের জন্য কেরল ও তামিলনাড়ু সফরে গিয়েছেন মোদি৷ দুই রাজ্যেই একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি৷ সেই সঙ্গে আছে বিজেপির জনসভা৷ আগামীকাল চেন্নাইয়ে প্রধানমন্ত্রীর সভায় দশ লাখ লোকের সমাগম করতে চায় বিজেপি৷ আগের দিন মঙ্গলবার কেরলেও দলের বড় সমাবেশে ভাষণ দেন মোদি৷
প্রধানমন্ত্রী এমন সময় দক্ষিণের ওই রাজ্যে গিয়েছেন যখন ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিএম সহ বামেদের সঙ্গে কংগ্রেসের বিরোধ বেঁধেছে খোদ রাহুল গান্ধির ওয়ানাড আসন নিয়ে৷ বামেদের দাবি, বিজেপির বিরুদ্ধে লড়তে হলে রাহুল সেই রাজ্যে যান যেখানে পদ্ম শিবির কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ৷ সোমবার সিপিআই একতরফা ওয়ানাডে প্রার্থীও ঘোষণা করে দেয়৷ সেখানে বাম প্রার্থী এবার সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি৷
বিজেপির জনসভায় বাম কংগ্রেসের এই বিরোধকেই হাতিয়ার করেছেন প্রধামন্ত্রী৷ মোদি বলেন, বাম ও কংগ্রেসের দিল্লিতে গলায় গলায় বন্ধুত্ব৷ আর রাজ্যে এসে মারামারি করে৷ দুই বিরোধী দলের বিরুদ্ধে রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তির কথা বলে কেরলবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর আর্জি, এবার বিজেপিকে সুযোগ দিন৷
সোমবার সিপিএমের পলিটবু্যরোর সদস্য বৃন্দা কারাত সরাসরি কংগ্রেস নেতৃত্বের উদ্দেশে বলেছেন, রাহুল গান্ধির উচিত বিজেপির বিরুদ্ধে লড়াই করা৷ ওয়ানাডে বামেদের বিরুদ্ধে লড়াই করা ঠিক হবে না৷
কেরলে লোকসভার মোট আইন ২০টি৷ প্রধানমন্ত্রী আর্জি জানান, দশটির বেশি আসনে বিজেপিকে জয়যুক্ত করুন৷
উল্লেখ্য, সেই সময় মমতার দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তির অভিযোগ করার পর ক্রমে তৃণমূল হয়ে যায় মূল বিরোধী পক্ষ৷ কারণ এই অভিযোগের পর প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়দের মতো রাজ্য কংগ্রেসের তৎকালীন নেতাদের অনেকেই কোণঠাসা হয়ে পডে়ন৷