মোদির শেষ ভাষণে অতিমারি থেকে আতঙ্ক

Written by SNS February 10, 2024 6:04 pm

New Delhi, Dec 27 (ANI): Prime Minister Narendra Modi virtually interacts with the beneficiaries of the Viksit Bharat Sankalp Yatra, in New Delhi on Wednesday. (ANI Photo)

দিল্লি, ১০ ফেব্রুয়ারি– শনিবার শেষ হল সংসদের বাজেট অধিবেশন৷ সংসদ ফের বসবে লোকসভা নির্বাচনের পর৷ বিদায়ী সংসদে শেষ দিনে দুই কক্ষেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

১৭ তম লোকসভার অধিবেশনের শেষ দিন ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচনের আগে সংসদের অধিবেশনের শেষ দিন মোদির বক্তব্যে স্বভাবতই নজর ছিল রাজনৈতিক মহল থেকে গোটা দেশবাসীর৷ গত পাঁচ বছরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিজের ভাষণে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী৷

তিনি বলেন, আমার বিশ্বাস, ১৭তম লোকসভাকে দেশ আশীর্বাদ দেবেন৷ এই লোকসভায় সভার সমস্ত সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ লোকসভার সকল সদস্যকে অভিনন্দন মোদির৷ স্পিকারকেও আন্তরিত ধন্যবাদ প্রধানমন্ত্রীর৷ নিরপেক্ষতার জন্য আপনাকে ধন্যবাদ জানাই৷ সমস্ত রকম পরিস্থিতিতে আপনার মুখের হাসি বজায় থেকেছে৷ সমস্ত রকম পরিস্থিতিতে আপনি লোকসভার পরিচালনা করেছেন৷ আপনার কাছে আমরা কৃতজ্ঞ৷

সংসদের অধিবেশনের শেষ দিনে কোভিড অতিমারির প্রসঙ্গও টেনে মোদি বলেন, ‘সঙ্কটকালেও দেশের কাজ বন্ধ হয়নি, সংসদের কাজ বজায় থেকেছে৷ কোভিড কালে সংসদরা নিজের বেতন থেকে ৩০ শতাংশ দিয়েছেন৷ এর জন্য সকলকে ধন্যবাদ জানাই৷ এই পদক্ষেপ বিশ্বাস জুগিয়েছে দেশবাসীকে৷’

স্পিকারের উদ্দেশে মোদি বলেছেন, ‘সংসদের ক্যান্টিনে সবার জন্য একই দামে খাবারের ব্যবস্থা করে আপনি দারুণ কাজ করেছেন৷ আগে সংসদের বাইরে সংসদের নিয়ে এ নিয়ে প্রচুর কথা শোনা যেত৷ আপনি সেই সমালোচনা থেকে আমাদের বাঁচিয়েছেন৷’

এছাড়াও তিনি বলেন, ‘এই সময়কালে জি২০ সম্মেলনের সভাপতিত্ব করেছে ভারত৷ দেশের সমস্ত রাজ্য যে ভাবে তা আয়োজন করেছে, এতে ভারতের সম্মান বিশ্বের কাছে বেডে়ছে৷ সংসদের লাইব্রেরির দরজা সকলের জন্য খুলেছেন৷ জ্ঞানের ভান্ডার সকলের জন্য খুলেছেন৷ এটা আপনার খুব ভাল পদক্ষেপ৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারাপ বিলোপ যুগান্তকারী পদক্ষেপ৷ সংবিধানের মর্দাযা করেছে এই পদক্ষেপ৷ কাশ্মীর লোক সামাজিক ন্যায় পেয়েছে৷