কেন্দ্র সরকার সংসদের বর্ষাকালীন অধিবেশনে ৮টি নতুন বিল উপস্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সঙ্গে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাবও পেশ করা হতে পারে অধিবেশনে। নতুন বিল-এর মধ্যে রয়েছে মণিপুর পণ্য ও পরিষেবা কর সংশোধনী বিল, ভূমি ঐতিহ্য স্থান এবং ভূমি অবশিষ্টাংশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, জাতীয় ক্রীড়া প্রশাসন বিল, খনন ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিল এবং জাতীয় ডোপিং বিরোধী বিল। এছাড়াও ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিল, জন বিশ্বাস বিধানগুলিতে সংশোধনী বিল এবং কর আইন সংশোধনী বিল অন্তর্ভুক্ত রয়েছে।
২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে সংসদের বর্ষাকালীন অধিবেশন। সেজন্য লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সংসদের উভয় কক্ষে মোট ২১টি অধিবেশন হবে। ২১ জুলাই থেকে অধিবেশন শুরু হলেও ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত রক্ষাবন্ধন এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে ছুটি থাকবে। সরকার পক্ষ অধিবেশনটি উত্তেজনাপূর্ণ থাকার সম্ভাবনা আঁচ করে বিরোধীদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। এই অধিবেশনে বিহারে ভোটার তালিকার পর্যালোচনা নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে।
Advertisement
সূত্রের খবর, বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, তা নিয়ে সংসদে বিতর্ক তৈরি হতে পারে। এই বিষয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস ও আরজেডি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। গত সপ্তাহের শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনের কাজে স্থগিতাদেশ দেয়নি। তবে সময় নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছে। দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মাকে নিয়েও হতে পারে বিতর্ক। নগদকাণ্ডে তাঁর নাম জড়িয়েছে। বাদল অধিবেশনে তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। দ্রুত পদক্ষেপের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরাও।
Advertisement
পহেলগাম হামলা এবং তার পরবর্তীতে ‘সিঁদুর অভিযান’ নিয়েও আলোচনা হতে পারে এই বাদল অধিবেশনে। গত অধিবেশনে নতুন আয়কর বিল পেশ করা হয়েছিল সংসদে। তা যুগ্ম কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল। সেই বিলও পাশ করানো হতে পারে বলে খবর। এই অধিবেশনে তা পাশ হলে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে আইন কার্যকর হবে।
Advertisement



