লালকৃষ্ণ আদবানি’র জন্মদিনে কেক কাটলেন মােদি

বিজেপির লৌহ পুরুষ লালকৃষ্ণ আদবানির ৯৩ তম জন্মদিনে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে কেক খেটে খাওয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।

Written by SNS New Delhi | November 9, 2020 11:47 am

লালকৃষ্ণ আদবানি'র জন্মদিনে কেক কাটলেন নরেন্দ্র মােদি। (Photo: IANS)

বিজেপির লৌহ পুরুষ লালকৃষ্ণ আদবানি’র ৯৩ তম জন্মদিনে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে কেক খেটে খাওয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। প্রধানমন্ত্রীর সাথে এদিন আদবানির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি লালকৃষ্ণ আদবানি’কে কেক কেটে খাওয়ান। 

পাশাপাশি আদবানির বাসভবনে যাওয়ার আগে তাঁকে টুইটে করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি লেখেন, ‘হৃদয় পরিপূর্ণ শুভেচ্ছা লালকৃষ্ণ আব্বানিজিকে। যিনি আমাদের দেশের গঠনে বড় ভূমিকা নিয়েছিলেন। জনগণের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য কামনা করি।’

প্রসঙ্গত, অবিভক্ত ভারতবর্ষের পাকিস্তানের করাচিতে ১৯২৭ সালের ৮ নভেম্বর বিজেপির প্রবীণ নেতা দেশের সপ্তম উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদানির জন্ম। নিজের শিক্ষা উনি করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুল শিক্ষার কাজ শুরু করেন। এরপর তিনি হায়দরাবাদ, সিন্ধের ডিজি ন্যাশানাল স্কুলে ভর্তি হয়েছিলেন।

দেশভাগের সময় তাঁর পরিবার পাকিস্তান ছেড়ে মুম্বইতে এসেছিলেন। তিনি ল কলেজ অফ বম্বে ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশুনাে করেন। ২০০২ থেকে ২০০৪ অবধি অটল বিহারী বাজপেয়ীর সময় উপ প্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি। এর আগে ১৯৯৮ থেকে ২০০৪ অবধি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আদবানি।