মোদির ক্ষমতাই নেই উত্তর ও দক্ষিণ দু’জায়গায় লড়াই করা, রাহুলের পাশে থারুর

আসন্ন লোকসভা নির্বাচনে আমেঠির পাশাপাশি কেরলের ওয়েনাড় থেকেও প্রার্থী হিসেবে দাঁড়াবেন রাহুল গান্ধী

Written by SNS New Delhi | April 3, 2019 8:36 am

রাহুল গান্ধি (Photo: IANS)

আসন্ন লোকসভা নির্বাচনে আমেঠির পাশাপাশি কেরলের ওয়েনাড় থেকেও প্রার্থী হিসেবে দাঁড়াবেন রাহুল গান্ধী।কংগ্রেস সভাপতির এই সিদ্ধান্তের পর সমালোচনা শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে।বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছেন যে উত্তরপ্রদেশে ভয় পেয়েছেন রাহুল।আমেথিতে জিততে পারবেন না ধরে নিয়েই তিনি ওয়েনাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে এইসব সমালোচনা উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর।তার কথায় রাহুলই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য।বস্তুত রাহুলের সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শশী থারুর।বলেন উত্তর-দক্ষিণ কার্যত গোটা ভারতে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে প্রস্তুতি নিচ্ছেন রাহুল।তিনি মনে করেন এই সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী কে একহাত নিয়েছেন কংগ্রেস সভাপতি।আর বিজেপিরও বোঝা উচিত দেশ শাসন করতে হলে দেশকে জানতে হবে চিনতে হবে।কিন্তু বিজেপির এই দেশে কিছুটা জায়গায় আছে।তিনি প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদির কি ক্ষমতা রয়েছে উত্তর দক্ষিণ দুই জায়গা থেকেই জয় পাওয়া?

উল্লেখ্য কংগ্রেসের তরফে রাহুল গান্ধীকে নিয়ে এই ঘোষণার পর তীব্র কটাক্ষ করেছে বিজেপি।তাদের দাবি আমেথিতে এবার হারবেন বুঝেই অন্য জায়গায় সুরক্ষিত আসন খুঁজছেন।তিনি হারবেন বলেই বিকল্প আসনের সন্ধান করে চলেছেন।বিজেপি সভাপতি অমিত শাহের মতে আমেথির মানুষের জন্য কখনো কিছু করেননি রাহুল।রবি শংকর প্রসাদ বলেছেন রাহুলের আমেথির জাহাজ ডুবতে বসেছে।তাই ভয় পেয়ে ওয়েনাড়ে ঠাঁই খুঁজছেন কংগ্রেস সভাপতি।তবে রাহুলের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছে বামফ্রন্ট নেতৃত্ব।দক্ষিনে বাম শাসিত রাজ্যের নেতাদের পক্ষে রাহুলের সিদ্ধান্ত মেনে নেয়া কঠিন।কারণ কংগ্রেসের সঙ্গে সরাসরি সংঘাত হবে বামেদের।এই প্রসঙ্গে প্রকাশ কারাত বলেন রাহুল কে হারাতে বিন্দুমাত্র ফাঁক রাখবেন না তারা।