• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ, ধৃত ১

নাবালিকাকে অপহরণ করে ৬ মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ।

নাবালিকাকে অপহরণ করে ৬ মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তরপ্রদেশের মোধ থানা এলাকার এক ১৬ বছরের নাবালিকা নিখোঁজ হয়ে যায় মার্চ মাসে। মার্চের ২২ তারিখ থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর মা। তদন্তে নামে পুলিশ জানতে পারে, আশিসকুমার সূর্য নামে বছর ২১-এর যুবক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে। যদিও আশিসকুমারের খোঁজ পাচ্ছিল না পুলিশ।

অভিযুক্তর গতিবিধি জানতে নানা চেষ্টা চালায় পুলিশ। দীর্ঘদিন নজর রাখার পর শুক্রবার উত্তরপ্রদেশের সঙ্গম রেলওয়ে স্টেশন থেকে অভিযুক্ত আশিসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর খোঁজ পাোইয়া যায় নাবালিকারও। কিশোরীকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত আশিসের বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে আদলতে পেশ করা হলে তাঁকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নির্যাতিতার মা ও পরিবার অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement