• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

বোরখা পরে ১০০০ কিমি

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানোর পর লুকিয়ে উত্তরপ্রদেশে গিয়েছিলেন সোনম রঘুবংশী।

ফাইল চিত্র

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানোর পর লুকিয়ে উত্তরপ্রদেশে গিয়েছিলেন সোনম রঘুবংশী। প্রেমিক রাজ কুশওয়াহার ঠিক করে দেওয়া গাড়িতে চেপে বোরখা পরে প্রায় ১০০০ কিলোমিটার পথ পেরিয়ে উত্তরপ্রদেশে পৌঁছেছিলেন সোনম। রাস্তায় কোনও জায়গায় গাড়ি দাঁড় করাননি তিনি। এমনকী খাবারও খাননি, শৌচাগারেও যাননি। সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যই জানতে পেরেছে পুলিশ।

গাড়ি চালক জানিয়েছে, গত ৮ জুন গাড়ি ভাড়া করা হয়েছিল। তার ঠিক ৬ দিন আগে মেঘালয়ের সোহরা থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। খোঁজ চলছিল সোনমের। সেই আবহে সোনমের প্রেমিক রাজ গাড়িটি ভাড়া করেন। বোরখা পরে গাড়িতে উঠেছিলেন সোনম। প্রথমে গাড়িটি যায় বারাণসী। ৯ জুন গাজিয়াবাদে থামে গাড়িটি। সেখানেই একটি ধাবার মালিকের ফোন থেকে ভাই গোবিন্দকে ফোন করেছিলেন সোনম। এরপরই স্বামীকে খুনের ঘটনায় সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা ও তিন ভাড়াটে খুনীকেও।

মেঘালয়ে ট্রেকিংয়ের সময় এক ভ্লগারের ক্যামেরায় ভিডিও করছিলেন। সেই ভিডিওতে সোনম ও রাজাকে দেখা গিয়েছিল। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। তদন্তকারীদের দাবি, ওই দিনই খুন হয়েছেন রাজা রঘুবংশী। এ বার ওই ভ্লগারকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাঁকে তলব করা হয়েছে। তবে ওই ভ্লগার পুলিশের তলবের কোনও জবাব দেননি। ভ্লগারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে পুলিশ।