• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাফায়েল চুক্তি: প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বললেন মায়াবতী

রাফায়েল চুক্তি: প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বললেন মায়াবতী

মায়াবতী

লোকসভা নির্বাচন শুরুর ঠিক একদিন আগে রাফায়েল চুক্তি ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে ফের একহাত নিলেন বসপা নেত্রী মায়াবতী।দেশের মানুষকে রাফায়েল চুক্তি নিয়ে খোদ প্রধানমন্ত্রী বিপথে চালিত করছেন বলে মন্তব্য করে তিনি বলেন,প্রধানমন্ত্রীর উচিত ক্ষমা চেয়ে নেওয়া। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘মোদি প্রশাসন রাফায়েল চুক্তির দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে।দেশের নিরাপত্তার সঙ্গে রাফায়েল চুক্তির ওতপ্রোত সম্পর্ক রয়েছে।বিজেপি প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশের জালে আটকে পড়েছে’। তিনি লেখেন,’প্রধানমন্ত্রী মোদী সংসদের ভিতরে ও বাইরে লাগাতার মিথ্যে বলছেন।ওনার উচিত ক্ষমা চেয়ে নেওয়া।তিনি দেশের জনগণকে বিপথে পরিচালিত করছেন।প্রতিরক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত’।

রাফায়েল চুক্তির যে তথ্য ফাঁস হয়ে গেছিল তা নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা এনডিএ প্রশাসনের কাছে বড় ধাক্কা বলে মন্তব্য করলেন সিপিআই নেতা ডি রাজা।তিনি শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, এই নির্দেশ মোদি প্রশাসনের কাছে বড় ধাক্কা। সিপিআই সম্পাদক বলেন,’সত্যি এখন প্রকাশ হবে’। তিনি বলেন,’মোদি প্রশাসনের তরফে যে বয়ান জমা দেওয়া হয়েছিল,তা শীর্ষ কোর্ট খারিজ করে দিয়েছে।পষ্ট বলা হয়েছে,রাফায়েল চুক্তির যে তথ্য ফাঁস হয়েছে তা প্রামাণ্য নথি হিসেবে ধরা হবে। মোদি ও জেটলি এখন কি জবাব দেবেন’।

Advertisement

Advertisement

Advertisement