দেরাদুন, ২৭ জুলাই – ফের চর্চার কেন্দ্রবিন্দুতে কানওয়ার যাত্রা। শনিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে দু’টি মসজিদ এবং মাজার সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। ‘সমস্যা এড়াতে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। তারপর থেকেই কড়া সমালোচনা শুরু হয় উত্তরাখণ্ড সরকারের।
বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হলে এই সাদা চাদর সরিয়ে নেওয়া হয়। কানওয়ার যাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ পুলিশ আধিকারিক দানিশ আলি বলেন, ‘রেলওয়ে পুলিশ পোস্টের পক্ষ থেকে আমাদের এই সাদা চাদরগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’