কলকাতা:- বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বিয়ে বিভ্রাট। বেশ কিছুদিন পর ফের বাংলা ছবির ছক ভাঙতে চলেছে এই সিনেমা। স্টোরির স্ক্রিপ্ট লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতা নিজেই জানিয়েছেন এমন চরিত্রে এর আগে তাকে কখনো দেখা যায়নি তাই নিজেই লিখে ফেললেন এই চরিত্রটি নিয়ে। আবির ও পরমব্রত অভিনীত এই ছবির পরিচালনা করেছেন রাজা চন্দ্র। এই ছবিতেই আবার বড় পর্দায় আসতে চলেছেন লহমা। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই ছবিতে লহমাকে দেখা যাবে মোহরের চরিত্রের ভূমিকায় অভিনয় করতে। ছবিটির প্রযোজনা করছেন শ্যাডো ফিল্মস, আরটি এন্টারটেইনমেন্ট এবং রোড শো ফিল্মস। পরমব্রত চট্টোপাধ্যায়ের লেখা এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে স্বস্তিকা দত্তকে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি লঞ্চের অনুষ্ঠানে লঞ্চের সঙ্গে এই দিন পরিচালকের জন্মদিনও পালন করলেন সেলিব্রিটিরা। প্রসঙ্গত, বাইশে শ্রাবণ’, ‘শাজাহান রিজেন্সি’, ‘পুতুল নাচের ইতিকথা’ -র পর আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই ছবিতে। আগামী ১৪ই জুলাই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
Advertisement
Advertisement



