ছত্তিশগডে় নিকেশ আরও ৯ মাওবাদী

Written by SNS April 2, 2024 4:48 pm

উদ্ধার অটোমেটিক মেশিনগান সহ প্রচুর অস্ত্রশস্ত্র
রায়পুর, ২ এপ্রিল– ৬ দিন পর ফের নিকেশ আরও ৯ মাওবাদী৷ কয়েকদিন আগেই ছত্তিশগডে়র বিজাপুরের চিকুরবাট্টি-পুসবাকা এলাকার জঙ্গলে এক মহিলা-সহ ৬ মাওবাদীকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী৷ মঙ্গলবার আরও ৯ জনকে খতম করা হয়েছে৷
বিগত বেশকিছু দিন ধরেই এই এলাকায় মাওবাদীরা লুকিয়ে আছে বলে খবর পেয়েছিল নিরাপত্তাবাহিনী৷ সেই মতোই মঙ্গলবার অভিযান চালায় ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা বাহিনীর সদস্যরা৷ বিজাপুরের লেন্দ্রা গ্রামের কাছে এক জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়েছিল৷ কয়েক ঘণ্টার এনকাউন্টারে খতম হয় ৯ মাওবাদী৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি অটোমেটিক মেশিন গান সহ প্রচুর অস্ত্রশস্ত্র৷
গত ২৭ মার্চ বিজাপুরের চিকুরবাট্টি-পুসবাকা এলাকার জঙ্গলে সিআরপিএফের ২২৯ বাহিনী সহ ডিস্ট্রিক রিজার্ভ গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও কোবরা বাহিনীর এলিট ইউনিট অভিযান চালিয়েছিল৷
বস্তার এলাকার বিজাপুর মাওবাদীদের ‘গড়’ হিসাবে পরিচিত৷ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ বছর এখনও পর্যন্ত বস্তার অঞ্চলেই প্রায় ৪১ জন মাওবাদী নিকেশ হয়েছে৷ আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় বস্তারে ভোট হওয়ার কথা৷ স্বাভাবিকভাবেই ভোটের আগে এই অভিযানকে সাফল্য হিসেবে দেখছেন বাহিনীর কর্তারা৷