• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

নিহত মাওবাদী নেতা সুধাকর, মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা

বহুদিন ধরেই সুধাকরের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তাদের কাছে খবর ছিল, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে বিভিন্ন এলাকায় তাঁদের কাজকর্ম চালাচ্ছিলেন সুধাকর।

ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে মাওবাদী দমন অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। তাদের গুলিতে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে মাওবাদী কেন্দ্রীয় কমিটির নেতা নরসিংহচলম ওরফে সুধাকরের। এই মাওবাদী নেতার মাথার দাম ধার্য করা হয়েছিল ৪০ লক্ষ টাকা। গত মাসেই আরও এক শীর্ষ মাওবাদী নেতা বাসবরাজুর নিরাপত্তা বাহিনীর অভিযানে। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ওই অভিযানে বাসবরাজুর সঙ্গে মৃত্যু হয়েছিল আরও ২৯জন মাওবাদীর। তারপরেই আবার এক বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

বহুদিন ধরেই সুধাকরের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তাদের কাছে খবর ছিল, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে বিভিন্ন এলাকায় তাঁদের কাজকর্ম চালাচ্ছিলেন সুধাকর। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে যৌথভাবে বিজাপুরের জঙ্গলে অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স। এই অভিযানে শামিল ছিল সিআরপিএফ-এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী ‘কোবরা’ও। ওই অভিযানের সময় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে যৌথ বাহিনীর। আর যৌথ বাহিনীর গুলিতেই মৃত্যু হয় মাওবাদী নেতা সুধাকরের। যদিও সরকারিভাবে মৃত মাওবাদী নেতার নাম এখনও ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে মাওবাদী নেতা সুধাকরের। নিরাপত্তা বাহিনীর পক্ষে এটি আরও একটি সাফল্য বলেই মনে করা হচ্ছে।