• facebook
  • twitter
Friday, 11 October, 2024

তিন দিনের জন্য জেলমুক্ত আপ মন্ত্রী মণীশ সিসোদিয়া

দিল্লি, ১২ ফেব্রুয়ারি– এক বছর পর তিন দিনের জন্য হলেও স্বস্তির নিশ্বাস নিলেন আপ নেতা মণীশ সিসোদিয়া৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন মঞ্জুর করল আদালত৷ সোমবার দিল্লির আদালত আপ নেতাকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিল৷ ভাইঝির বিয়েতে যোগ দিতে চান বলে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি৷ সোমবার বিচারক

New Delhi : Delhi Deputy Chief Minister Manish Sisodia addressing a press conference at his residence in New Delhi on Saturday June 04. (Photo: IANS)

দিল্লি, ১২ ফেব্রুয়ারি– এক বছর পর তিন দিনের জন্য হলেও স্বস্তির নিশ্বাস নিলেন আপ নেতা মণীশ সিসোদিয়া৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন মঞ্জুর করল আদালত৷ সোমবার দিল্লির আদালত আপ নেতাকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিল৷ ভাইঝির বিয়েতে যোগ দিতে চান বলে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি৷
সোমবার বিচারক এমকে নগরপালের এজলাসে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি ছিল৷ শুনানি শেষে বিচারক মণীশকে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন৷ উল্লেখ্য, অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে সপ্তাহে এক দিন জেলের বাইরে আসেন আপ নেতা৷ জামিন পেলেন মণীশ সিসোদিয়া৷
গত বছর ফেব্রুয়ারি মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মণীশ৷ পরে আর্থিক তছরুপ মামলায় জেল থেকেই তাঁকে গ্রেফতার করে ইডি৷ তার পর থেকে জেলেই ছিলেন তিনি৷ গত ৩০ অক্টোবর তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷
২০২১-২২ সালের আবগারি নীতিতে দিল্লি সরকার কয়েক জন মদ ব্যবসায়ীকে অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা পাইয়ে দিয়েছিল বলে অভিযোগ ওঠে৷ তার বদলে নাকি বিপুল অর্থের হাতবদল হয়েছিল৷ যদিও গোড়া থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আপ৷ পরে এই নীতি বাতিলও করা হয়৷