• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অবৈধ পোস্ত চাষ বন্ধ করা নিয়ে উত্তপ্ত মণিপুর, বিধায়ক হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৭ 

অশান্ত হয়ে উঠল মণিপুর। মণিপুরের মাখন গ্রামে অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। গ্রামে প্রবেশ করতে গিয়ে বাধা পায় পুলিশ। উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর  সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের কাংপোকপি জেলার মাখন গ্রাম। অন্য দিকে, কয়েকদিন আগে মণিপুরের বিধায়কদের বাড়িতে হামলার ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

অশান্ত হয়ে উঠল মণিপুর। মণিপুরের মাখন গ্রামে অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। গ্রামে প্রবেশ করতে গিয়ে বাধা পায় পুলিশ। উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর  সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের কাংপোকপি জেলার মাখন গ্রাম। অন্য দিকে, কয়েকদিন আগে মণিপুরের বিধায়কদের বাড়িতে হামলার ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বুধবার মাখন গ্রামে পুলিশ অবৈধ মাদক চাষের বিরুদ্ধে অভিযান চালায়। পোস্ত চাষের জমি নষ্ট করা জন্য নিয়ে যাওয়া হয় যন্ত্রপাতি। কিন্তু পুলিশ গ্রামে প্রবেশ করতেই গ্রামবাসীরা বাধা দেয়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ বন্দুক নিয়ে হামলা চালালে তার জবাবে হামলা চালানো হয়। সংঘর্ষে উভয় পি[পক্ষেরই বেশ কয়েক জন আহত হয় বলে জানা গিয়েছে। তবে গ্রামেরই একাংশ পোস্ত চাষীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগে মণিপুরের জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি যুদ্ধ হয়। অভিযোগ, সেই সময় একদল কুকি জঙ্গি মেইতেই সম্প্রদায়ের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণ করে। ১০ কুকি জঙ্গি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। যদিও কুকি সম্প্রদায়ের দাবি, নিহত ১০ জন ছিলেন ‘গ্রামের স্বেচ্ছাসেবী’। জিরিবাম থেকে একই পরিবারের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল কুকি জঙ্গিদের বিরুদ্ধে। ওই ছ’জনই ছিলেন মেইতেই সম্প্রদায়ের।

 দেহ উদ্ধারের পর থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে। বিচার চেয়ে এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ শুরু হয়।  উত্তেজিত জনতা রাজ্যের বেশ কয়েক জন বিধায়কদের বাড়িতে হামলা চালায়। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আগেও গ্রেফতার করা হয়েছে। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৪১।অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

Advertisement

Advertisement