• facebook
  • twitter
Tuesday, 19 August, 2025

তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ব্যক্তিকে হত্যা

তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ব্যক্তির দেহ উদ্ধার। পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।

তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ব্যক্তির দেহ উদ্ধার। পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। ওই ব্যক্তি মেডিগড্ডা ব্যারেজ নির্মাণে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। এই বাঁধটি কালেশ্বরম প্রকল্পের অংশ। বুধবার ভূপালপল্লী শহর থেকে তাঁর দেহ মেলে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।

সূত্রের খবর, জমি বিবাদ সংক্রান্ত মামলার জেরে ৫০ বছর বয়সী এন রাজলিঙ্গামূর্তিকে হত্যা করা হয়েছে। দুই অজ্ঞাত ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজলিঙ্গমূর্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেই সময় তিনি বাইকে কোথাও যাচ্ছিলেন। হামলার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করছে। পুলিশ অফিসার আরও বলেন, আমরা একটি খুনের মামলা দায়ের করেছি। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে।

রাজলিঙ্গমূর্তি ২০২৩ সালের অক্টোবরে আদালতে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তিনি আদালতের কাছে দাবি করেছিলেন, কেসিআরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। এছাড়া, তাঁর সাথে যুক্ত আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের দাবিও ওঠে। কেসিআরের ভাগ্নের বিরুদ্ধে মামলা দায়েরের দাবিও ওঠে। কেসিআর সেশন জজের দেওয়া আদেশ স্থগিত করার জন্য তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে কেসিআর হাইকোর্টের দ্বারস্থ হন।

News Hub