ঘূর্ণিঝড় নিয়েও মমতা রাজনীতি করছেন : মোদি

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মােদি এই প্রথম পা রাখলেন শিল্পশহর হলদিয়ায় অধিকারী গড়ে। এক সময়ের বাম দুর্গ এখন অধিকারী গড় হিসেবে পরিচিত। সেখানে পঞ্চায়েত ভােট থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে দমনপীড়নের ভূরি ভূরি অভিযােগ রয়েছে বিরােধীদের।

Written by SNS East Midnapore | May 7, 2019 11:00 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: IANS)

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মােদি এই প্রথম পা রাখলেন শিল্পশহর হলদিয়ায় অধিকারী গড়ে। এক সময়ের বাম দুর্গ এখন অধিকারী গড় হিসেবে পরিচিত। সেখানে পঞ্চায়েত ভােট থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে দমনপীড়নের ভূরি ভূরি অভিযােগ রয়েছে বিরােধীদের।

সােমবার হলদিয়ায় তমলুক ও কাঁথি লােকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর ও দেবাশিস সামন্তর সমর্থনে জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ইস্যুতে আক্রমণ করেন।

ফণী প্রসঙ্গে মােদি বলেন, আমি আজকেও রাজ্য প্রশাসনের কাছ থেকে সবটা বুঝতে চেয়েছিলাম। কিন্তু স্পিডব্রেকার দিদি সেটা হতে দেননি। ঘূর্ণিঝড়ের মতাে প্রাকৃতিক বিপর্যয় নিয়েও রাজনীতি করছেন মমতা। রাজ্য বলছে, আমি যােগাযােগ করিনি। আদতে আমি দুবার ফোন করেছিলাম। কিন্তু মমতার এত দম্ভ, এত অহঙ্কার যে, ফোন ধরেননি। দিদির এই রাজনীতির মধ্যেও আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভরসা দেব যে, কেন্দ্র এ রাজ্যের মানুষের পাশে রয়েছে। সব ধরনের সহযােগিতাও করবে।

প্রধানমন্ত্রী বলেন, এখন তাে জয় শ্রীরাম বললেও দিদি গ্রেফতার করেছে। দিদি ইদানীং এতটাই হতাশ যে ভগবানের কথা বলতেও চান না, শুনতেও চান না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন এমন যে কেউ জয় শ্রীরাম বললেও গ্রেফতার করে দিদি জেলে ভরে দিচ্ছেন। স্পিডব্রেকার দিদির অহঙ্কার বেশি।

মাসুদ ইস্য তুলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মােদি বলেন, ভারতের গর্বের দিনে সকলে খুশি হলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী দুঃখ পেয়েছেন। সেই কারণেই কোনও প্রশংসা করেননি তিনি। ভােটব্যাঙ্ক নষ্টের আতঙ্ক রয়েছে তাঁর মনে।

এছাড়া এদিনও মাফিয়ারাজ ও সিন্ডিকেট নিয়ে তৃণমূলকে তুলােধনা করেছেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বাংলায় এখন ট্রিপল টি অর্থাৎ তৃণমূল, তােলাবাজি ও ট্যাক্স চলছে’। তৃণমূলের সঙ্গে একযােগে তিনি আক্রমণ করেছেন বাম কংগ্রেসকেও। হলদিয়ার মানুষের মন জয়ে তুলে ধরেছেন কেন্দ্রের একাধিক প্রকল্পের কথাও।