• facebook
  • twitter
Saturday, 3 January, 2026

মহারাষ্ট্রে পুর নির্বাচনে একাই লড়বে উদ্ধবপন্থী শিবসেনা

লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়লেও পুর নির্বাচনে একক ভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবসেনা।

লোকসভা বিধানসভা নির্বাচনের পর মহারাষ্ট্র পুর নির্বাচনের দামামা বাজতে চলেছে। বিজেপি একনাথ শিন্ডের শিবসেনা থেকে শুরু করে কংগ্রেস, উদ্ধবপন্থী শিবসেনা তৎপরতা শুরু করে দিয়েছে। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়লেও পুর নির্বাচনে একক ভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবসেনা। বৃহস্পতিবার এক জনসভা থেকে তিনি বলেন, শিবসেনা (উদ্ধবপন্থী) কংগ্রেস এবং এনসিপি (শরদ পাওয়ার)-এর সঙ্গে জোটবদ্ধভাবে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন উদ্ধব ঠাকরে একাই পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

উদ্ধব ঠাকরে বলেন, হিন্দুধর্ম আমাদের জাতীয়তা। আমাদের হিন্দুত্ব মানে গোমূত্র নয়। অমিত শাহের উচিত তাঁর হিন্দুত্বকে সংজ্ঞায়িত করা। তিনি প্রশ্ন তোলেন, যখন বিজেপি আমাদের সঙ্গে জোট ভেঙেছিল, তখন আমরা কি হিন্দু ছিলাম না? বালা সাহেবের ছেলে হিন্দু হবে না। আমি কি হিন্দু ধর্ম ত্যাগ করতে পারি? আমি একজন গর্বিত হিন্দু। একইভাবে মারাঠিরা খুব গর্বিত। যদি তুমি ভালোবাসার সঙ্গে কাজ করো, আমরা তোমাকে কাছে টানব। যদি তুমি অসৎ কাজ করো, তাহলে তোমাকে ধরে আনা হবে। আমরা সঙ্ঘ বা বিজেপির নই।

Advertisement

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সবারই একটা মতামত আছে। তোমার কি একা লড়াই করার শক্তি আছে? নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তোমার দৃঢ় সংকল্প এবং প্রস্তুতি দেখাও। তুমি যে মায়ার জগতে বাস করছো, সেখান থেকে বেরিয়ে এসো।

Advertisement

Advertisement