• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

ফিরে দেখা– দেশ

৯ অক্টোবর, ৮৬ বছর বয়সে মৃত্যু হয় বিশিষ্ট শিল্পপতি রতন টাটার। দেশের প্রতি তাঁর অবদান অনস্বীকার্য। রতন টাটার হাত ধরে একের পর এক শিল্প গড়ে উঠেছে দেশে।

১ জানুয়ারি
মহাকাশ পাড়ি দিলো ইসরোর কৃত্রিম উপগ্রহ এক্সপোস্যার্ট। এটি ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় এক্স-রে পোলারিমিটার উপগ্রহ। ব্ল্যাক হোলের খোঁজে মহাকাশে গিয়েছিলো এই উপগ্রহ।


২২ জানুয়ারি উদ্বোধন হলো রামমন্দিরের। এই অনুষ্ঠানের পৌরোহিত্য করেন নরেন্দ্র মোদী। রামমন্দির তৈরি করে  খরচ পড়েছে মোট ১৮০০ কোটি টাকা। ৮  ফুটের রামলালার মূর্তি নির্মাণ করেন ভাষ্কর অরুণ যোগীরাজ। বিরোধীরা অভিযোগ করেছিলো, নির্বাচনে জয় পেতে অসম্পূর্ন মন্দির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী।

Advertisement


১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ‘অসাংবিধানিক’ বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনের মুখে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যা নিয়ে রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। দেখা যায়–লোকসানে চলা ৩৩টি সংস্থা ৫৭৬ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছে। এর ৭৫ শতাংশ অর্থ গিয়েছে বিজেপির তহবিলে।

Advertisement


৮তম লোকসভা নির্বাচন শুরু হয় ১৯ এপ্রিল, শেষ হয় ১ জুন। মোট সাত দফা নির্বাচনের ফল ঘোষিত হয় ৪ জুন। বিজেপি ও মোদির একাধিপত্য ভেঙে বিরোধী ইন্ডিয়া জোট জিতে নেয় ২৩০টি আসন। কংগ্রেস একা ৯৯ আসনে জয়লাভ করেন। অন্যদিকে বিজেপি একা পায় ২৪০ আসন। এনডিএ জোট থামে ২৯৫ আসনে। পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি বিজেপিকে উড়িয়ে ২৯ আসনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস।

৫.
১লা জুলাই ভারতীয় দণ্ডবিধি অতীত। চালু হলো ন্যায় সংহিতা। ভারতের আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে গেলো  ব্রিটিশ আমলে তৈরি কানুন।  ১৮৬০ সালে তৈরি হয়েছিল ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি । তার বদলেই এলো  ভারতীয় ন্যায় সংহিতা । ভারতীয় ন্যায় সংহিতায়, ২০টি নতুন অপরাধ যোগ করা হয়েছে এবং পুরোনো ভারতীয় দন্ডবিধি থেকে ২০টি বিধান বাদ দেওয়া হয়েছে৷ ৩৩টি অপরাধের জন্য কারাদণ্ডের শাস্তি বাড়ানো হয়েছে এবং ৩৪টি অপরাধের জন্য জরিমানা বাড়ানো হয়েছে৷


২ জুলাই উত্তর প্রদেশের হাতরস জেলায় রতি ভানপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১১৬ জনের মৃত্যু হয়। সৎসঙ্গ আশ্রমে স্বঘোষিত গডম্যান ভোলে বাবার পায়ে প্রার্থনা জানাতে ভক্তরা তাঁর গাড়ির পিছনে ছুটে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে। বহু মানুষ আহত হন। মৃত্যুর এ ঘটনায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৭.
৮ অক্টোবর এক দশক পর নির্বাচন অনুষ্ঠিত হয় জম্মু-কাশ্মীরের ২০টি জেলার ৯০টি কেন্দ্রে। ন্যাশনাল কনফারেন্স জয় পায় ৪২টি আসনে। কংগ্রেস ৬টি আসন জয় পায়। বিজেপি ২৯টি আসন জেতে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা।

৮.
৯ অক্টোবর, ৮৬ বছর বয়সে মৃত্যু হয় বিশিষ্ট শিল্পপতি রতন টাটার। দেশের প্রতি তাঁর অবদান অনস্বীকার্য। রতন টাটার হাত ধরে একের পর এক শিল্প গড়ে উঠেছে দেশে। মৃত্যুর আগে পর্যন্ত দেশের এক নম্বর ট্যাক্স পেয়ার ছিলেন তিনি।


১৪ অক্টোবর, শিখ জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুন ঘিরে ভারত-কানাডা রাজনৈতিক চাপানউতোর। নিজ্জর খুনে নাম জড়ানোয় কানাডার হাই কমিশনারকে ফেরানোর সিদ্ধান্ত নয়া দিল্লির। সেই সঙ্গে কানাডার হাই কমিশনারকে বহিষ্কারের নির্দেশ।

১০
২৬ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মুক্ত অর্থনীতির জনকের মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক দেশ জুড়ে।

Advertisement