একাধিক রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি। শুধু রেল স্টেশনই নয়, উজ্জ্বয়িনীর মহাকালের মন্দিরও বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হুমকি এসেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার সেলিম আনসারির নামে। এও বলা হয়েছে, আর ২৮ দিন পর দেশের একাধিক রেল স্টেশন উড়িয়ে দেওয়া হবে। হলুদ খামে ভরে পাঠানো হয়েছে এই হুমকি চিঠি। মঙ্গলবার সন্ধ্যায় হনুমানগড় জংশন রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে ওই চিঠি পান। চিঠিটিতে ৩০ সেপ্টেম্বর হনুমানগড় পোস্ট অফিসের সিল রয়েছে। চিঠির প্রেরক নিজেকে জইশ-ই-মহম্মদের এরিয়া কমান্ডার হিসেবে ব্যক্ত করেছেন।