• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মারতে জুতো তোলা হয়েছিল, মারাত্মক অভিযোগ লালুকন্যার

রবিবার সমাজমাধ্যমের পোস্টে কারও নাম উল্লেখ করেননি রোহিণী। অভিজ্ঞ মহলের মতে ভাই তেজস্বী যাদবের সঙ্গে দ্বন্দ্বের কারণেই রোহিণীর এমন সিদ্ধান্ত।

ভোটে ফলাফলে যেমন ভরাডুবি তেমনই ভাঙন ধরেছে লালুপ্রসাদ যাদবের পরিবারও। রোহিণী আচার্য শনিবার রাজনীতি ও পরিবার ত্যাগের কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, রাজনীতি ও পরিবারের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করছি। এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেছেন তিনি। আরজেডি ধরাশায়ী হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করলেন রোহিণী। এই রোহিণীই লালুকে কিডনি দান করেছিলেন কয়েক মাস আগে। ভোটে পরাজয়ের পর বাড়িতে কী এমন ঘটেছে যে, এত বড় সিদ্ধান্ত? রবিবার ফের এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

রোহিণী সমাজমাধ্যমে জানিয়েছেন, তাঁকে অপমান করা হয়েছে। তিনি লিখেছেন, ‘গত কাল এক জন কন্যা, বোন, এক জন বিবাহিত মহিলা এবং এক জন মাকে অপমান করা হয়েছে। নোংরা গালিগালাজ করা হয়েছে। মারার জন্য জুতো তোলা হয়েছে। আমি আমার আত্মসম্মানের সঙ্গে আপস করিনি। সত্যকে ত্যাগ করিনি। শুধুমাত্র সেই কারণেই আমাকে এই অপমান সহ্য করতে হয়েছে।’

Advertisement

লালুকন্যার কথায় উঠে এসেছে অভিমানের সুর। তিনি জানিয়েছেন, ‘গত কাল এক জন অসহায় কন্যা তাঁর ক্রন্দনরত বাবা-মাকে এবং বোনেদের ছেড়ে এসেছে। আমাকে আমার বাবার বাড়ি ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমাকে অনাথ করে দেওয়া হয়েছে। আপনাদের কাউকে যেন আমার এই পথ অনুসরণ করতে না-হয়। যেন কোনও বাড়ি কোনও দিন রোহিণীর মতো মেয়ে বা বোন না-পায়।’ যদিও কার সঙ্গে মতবিরোধ, তা এখনও স্পষ্ট নয়। রবিবার সমাজমাধ্যমের পোস্টে কারও নাম উল্লেখ করেননি রোহিণী। অভিজ্ঞ মহলের মতে ভাই তেজস্বী যাদবের সঙ্গে দ্বন্দ্বের কারণেই রোহিণীর এমন সিদ্ধান্ত।

Advertisement

Advertisement