সিসিটিভি ফুটেজে দেখা যায়, জঙ্গলের কাছের একটি মন্দিরের সামনে গাড়ি থেকে নামছে রচিত। হস্টেলে তল্লাশি চালিয়ে একটি হাতে লেখা নোটও উদ্ধার করে পুলিশ। কোচিং সেন্টারে না গিয়ে সে যে মন্দিরে যাচ্ছে সে কথা নোটে লেখা ছিল। মন্দির লাগোয়া এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ রচিতের মোবাইল ফোন, ব্যাগ, ঘরের চাবি-সহ অন্যান্য জিনিস উদ্ধার করে।