• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

বিমান থেকে সন্দেহজনক কিছু উদ্ধার করা হয়নি। তাই নাগপুর থেকে যাত্রীদের নিয়ে নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।

বোমাতঙ্কের কারণে মঙ্গলবার কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানকে নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। বিমান থেকে তড়িঘড়ি নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিমান থেকে সন্দেহজনক কিছু উদ্ধার করা হয়নি। তাই নাগপুর থেকে যাত্রীদের নিয়ে নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি

ইন্ডিগোর ওই বিমানটির নম্বর ৬ই২৭০৬। ওমানের শহর মাসকাট থেকে কোচিতে অবতরণ করে বিমানটি । সেখান থেকে মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানটি দিল্লিতে অবতরণের কথা ছিল। কিন্তু তার আগেই বিমানের নম্বর উল্লেখ করে বিস্ফোরণে তা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ফোন মারফত এই হুমকি আসে। ততক্ষণে কোচি থেকে টেক অফ করে যায় বিমানটি। এই পরিস্থিতিতে নাগপুরে বিমানটির জরুরি অবতরণ করান পাইলট। দ্রুত সব যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তবে বিমান থেকে সন্দেহজনক কোনও কিছু উদ্ধার করা হয়নি।

বিমানে তল্লাশি চলাকালীন কিছুক্ষণ রানওয়েতে অপেক্ষা করেন যাত্রীরা। সন্দেহজনক কিছু না মেলায় যাত্রীদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি। নিরাপদে বিমানটি দিল্লিতে অবতরণ করেছে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বিমানে বোমাতঙ্কের ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।