• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কুর্নুল বাস দুর্ঘটনার পর ‘স্লিপার কোচ বাস’ বন্ধের দাবি কে কবিতার

কবিতা বলেন, ‘কুর্নুলে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। এ ধরনের স্লিপার কোচ বাসে নিরাপত্তা ব্যবস্থার অভাবই মূল কারণ।'

কালভাকুন্তলা কবিতা। ছবি: এএনআই

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনার পর পরিবহন নীতির পুনর্বিবেচনা চেয়ে কেন্দ্র সরকারকে আর্জি জানালেন তেলেঙ্গানা জাগরুতি সংগঠনের প্রতিষ্ঠাতা কে কবিতা। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশজুড়ে বারবার স্লিপার কোচ বাসে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। এবার সময় এসেছে এই ধরনের বাস পরিষেবা বন্ধ করা অথবা সম্পূর্ণভাবে সংস্কার করার।’

কবিতা বলেন, ‘কুর্নুলে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। এ ধরনের স্লিপার কোচ বাসে নিরাপত্তা ব্যবস্থার অভাবই মূল কারণ। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, পরিবহন নীতি পুনর্বিবেচনা করে স্লিপার কোচ বাসের অনুমোদন বাতিল বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হোক।’

Advertisement

তিনি আরও জানান, মানুষের জীবনের নিরাপত্তা যেন পরিবহন নীতির মূল লক্ষ্য হয়, সেটাই এখন সময়ের দাবি। তাঁর কথায়, ‘বাণিজ্যিক স্বার্থ নয়, যাত্রীদের জীবনরক্ষায় অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন।’

Advertisement

উল্লেখ্য, কুর্নুলে হায়দরাবাদ-বেঙ্গালুরু রুটে চলা একটি বেসরকারি বাসে আগুন লেগে মৃত্যু হয় অন্তত ১৯ জনের। ঘটনার পর দেশজুড়ে স্লিপার কোচ বাসের নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement