• facebook
  • twitter
Monday, 16 September, 2024

বিজেপির হয়ে প্রচার চালিয়ে বিতর্কে জড়ালেন খালি

বিদেশি হয়ে কিভাবে তিনি রাজ্যে এসে ভােটার প্রচার চালালেন?এই প্রশ্ন তুলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

বিজেপির হয়ে প্রচার চালিয়ে বিতর্কে জড়ালেন খালি(Photo: Kuntal Chakrabarty/IANS)

বাংলাদেশি অভিনেতা ফিরদৌস এবং গারি নুর শাসক দলের হয়ে প্রচার চালানাের ঘটনায় সরব হয়েছিল রাজ্য বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল।অন্যদেশের নাগরিক হয়েও কিভাবে এদেশের ভােটপ্রচারে অংশ নিয়েছেন তাঁরা,এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থও হন তাঁরা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই দুই অভিনেতাকে দেশ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়।কিন্তু এবার বিদেশি রেসলারকে দিয়ে প্রচার চালানাের অভিযােগ উঠল খােদ বিজেপির বিরুদ্ধেই।

যাদবপুরে বিজেপি প্রার্থী অনুপম হাজরার সঙ্গে রােড শাে করেন দিলীপ সিং রানা ওরফে খালি এবং তাঁকে সঙ্গী করেই মনােনয়ন জমা দেন এই বিজেপি প্রার্থী।এমনকি অনুপম হাজরার হয়ে ভােটও চান তিনি।এই নিয়েই বিতর্কের সূত্রপাত।১৯৭২ সালে ২৭ আগস্ট হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন দ্য গ্রেট খালি।সফল রেসলার হওয়ার পাশাপাশি ৪টি হলিউড ছবি এবং ২টি বলিউড ছবিতে দেখা গেছে তাঁকে।কিন্তু বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।বিদেশি হয়ে কিভাবে তিনি রাজ্যে এসে ভােটার প্রচার চালালেন?এই প্রশ্ন তুলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।একটি অভিযােগও রাজ্য শাসক দলের তরফে জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দফতরে।যদিও খালির প্রচার প্রসঙ্গে সাফাই দিয়ে মুকুল রায় জানান , বিখ্যাত এই রেসলারের কাছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার কার্ড রয়েছে।বাংলাদেশ এবং পাকিস্তান ব্যতীত যে কোনও দেশের নাগরিক যাদের কাছে এই কার্ড রয়েছে তারা ভারতের ভােট প্রচারে অংশ নিতে। পারবেন।এক্ষেত্রে রাজ্য শাসক দল কোনও আইন না জেনেই অভিযােগ তুলেছেন বলেও কটাক্ষ করেন তিনি।