কৃষকদের প্রতি সহমর্মিতায় একদিনের অনশনে কেজরিওয়াল

কৃষকদের লড়াইয়ের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে একদিনের অনশন ধর্মঘট পালন করবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Written by SNS December 14, 2020 1:33 pm

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (File Photo: Twitter | @AamAadmiParty)

কৃষকদের লড়াইয়ের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে একদিনের অনশন ধর্মঘট পালন করবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । আগামিকাল নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা দেশব্যাপী অনশন ধর্মঘটের ডাক দিয়েছেন। 

মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরােধিতায় আগামিকাল কৃষকদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে আমি অনশন করব। গতমাস থেকে নতুন আইনের বিরােধিতায় কৃষক আন্দোলন শুরু হয়েছে। কৃষক আন্দোলনের সমর্থনে আপ সমর্থক ও স্বেচ্ছাসেবীদেরকেও অনশন ধর্মঘটে সামিল হওয়ার আবেদন করলাম। কেন্দ্রের উচিত দ্রুত কৃষকদের সমস্ত দাবি মেনে নেওয়া। পাশাপাশি, এমন বিল নিয়ে আসা উচিত যেখানে ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে’। 

তিনি বলেন, ‘কয়েক হাজার মানুষ কৃষকদের লড়াইকে সমর্থন করছেন। আমি সকলকে আবেদন করব দেশের কৃষকদের প্রতি সহমর্মিতা দেখিয়ে একদিন অনশন করুন। নতুন আইনগুলাে দেশের জন্য ক্ষতিকারক’। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষি আইনের সংশােধন করার লিখিত আশ্বাস দেওয়ার পরও কৃষক আন্দোলন চলছে।