• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দেব দীপাবলিতে ১০ লক্ষ প্রদীপে আলোকিত হবে কাশীর ঘাট

ঐতিহ্যবাহী এই উৎসবে এবার বারাণসীর ঘাটগুলিতে জ্বলবে ১০ লক্ষ প্রদীপ। এর মধ্যে ১ লক্ষ প্রদীপ তৈরি হচ্ছে পরিবেশবান্ধব গোবর দিয়ে।

চলতি বছরের ৫ নভেম্বর উত্তর প্রদেশের বারাণসীতে পালিত হবে দেব দীপাবলি। সেই উপলক্ষে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। ঐতিহ্যবাহী এই উৎসবে এবার বারাণসীর ঘাটগুলিতে জ্বলবে ১০ লক্ষ প্রদীপ। এর মধ্যে ১ লক্ষ প্রদীপ তৈরি হচ্ছে পরিবেশবান্ধব গোবর দিয়ে।

প্রশাসনের অনুমান, এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে লক্ষ লক্ষ দেশি ও বিদেশি পর্যটক ও ভক্ত বারাণসীতে ভিড় জমাবেন। ভিড় সামাল দিতে ও নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও ঘাটে ঘাটে থাকবে স্বেচ্ছাসেবক, চিকিৎসা ক্যাম্প এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী।

Advertisement

উৎসবের মূল দিন ৫ নভেম্বর হলেও, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজঘাটে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নেবেন স্থানীয় ও বাইরের শিল্পীরা। পাশাপাশি, চেত সিং ঘাটে আয়োজিত হবে বিশেষ লেজার শো, যেখানে তুলে ধরা হবে কাশীর পৌরাণিক কাহিনি। গঙ্গার পাড়ে পরিবেশবান্ধব আতশবাজির আয়োজনও থাকছে, যা পরিবেশ সুরক্ষার বার্তাও দেবে দর্শকদের।

Advertisement

উল্লেখ্য, হিন্দু ধর্মে দীপাবলি ও দেব দীপাবলি দুটি আলাদা উৎসব। দীপাবলি উদযাপিত হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে, যেখানে রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তন ও দেবী লক্ষ্মীর পুজোকে কেন্দ্র করে উৎসব পালন করা হয়। অন্যদিকে, দেব দীপাবলি পালিত হয় কার্তিক পূর্ণিমায়, যা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনটি ভগবান শিবের ত্রিপুরাসুর বধের স্মরণে উদযাপিত হয়।

বিশ্বাস করা হয়, এই দিনে দেবতারা পৃথিবীতে নেমে এসে গঙ্গাতীরে প্রদীপ জ্বালান। যদিও দীপাবলি গোটা দেশে পালিত হয়, দেব দীপাবলি শুধুমাত্র বারাণসীতে গঙ্গার ঘাটেই উদযাপিত হয়। প্রশাসনের আশা, এই বছরের দেব দীপাবলি শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করবে।

Advertisement