জামা-কাপড়ে ফতোয়া জারি কঙ্গনার!

মুম্বই, ২৯ এপ্রিল– বরাবরই ঠোঁট কাটা কঙ্গনার এবার বসন নিয়ে বিতর্কে৷ তার নিজের বসন নয় অন্যের পরিধান নিয়ে এবার তিনি শিরোনামে৷ ভোটপ্রচারের ময়দানে কঙ্গনা রানাউতের ফতোয়া এবার খোলামেলা পোশাক নিয়ে৷ রবিবার থেকেই কিন্নরে রয়েছেন অভিনেত্রী৷ হিমাচলের ঐতিহ্যশালী পোশাকেই স্থানীয়দের ভিডে় মিশে গিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন কঙ্গনা৷ সেখানেই খোলামেলা পোশাকের উপর ফতোয়া জারি করলেন কঙ্গনা রানাউত৷
কঙ্গনার মন্তব্য, ‘প্রাচীন নারীরা খুব যত্ন সহকারে হাজার বছরের ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি বহন করেছেন৷ শুধুমাত্র ছেঁড়া জিন্স আর গেঞ্জি পরে এই প্রজন্ম সেসব নষ্ট করে দিতে পারে না৷ ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য বাঁচান৷’ বিজেপির তারকা প্রার্থীর প্রতিশ্রুতি, “আমি যদি পার্লামেন্টে যাই, তাহলে হিমাচলি গান, ফ্যাশন, খাবারের প্রচার করব৷ এখানে ইকোফ্রেন্ডলি হোম স্টে, ফুড ফেস্টিভ্যাল, কালচার কার্নিভাল হবে৷ টু্যরিজম ব্যবসা চাঙ্গা হলে স্থানীয়রা লাভবান হবেন৷”
এই প্রথম নয়, এর আগেও ২০২১ সালে পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জডি়য়েছিলেন৷ তখন বলেছিলেন, ‘প্রাচীন নারীরা শুধুমাত্র তাঁদের ব্যক্তিত্বই নয়, সমগ্র সভ্যতা, সংস্কৃতি এবং জাতির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন৷ আজ যদি এই ধরনের সফল নারীদের ছবি তুলতে যান, দেখবেন তাঁরা সবাই ছেঁড়া আমেরিকান জিন্স আর ন্যাকড়ার মতো ব্লাউজের মতো পরে রয়েছে, যেটা পশ্চিমী সভ্যতার মার্কেটিং ছাড়া আর কিছুই নয়৷’
এদিকে পদ্মপ্রার্থীর মুখে এমন কথা শুনে, নেটপাড়ায় ভাইরাল তাঁর পুরনো সব ছবি৷ যেখানে কঙ্গনা নিজেই রিপড জিন্স, শর্টস এমনকী স্বল্পবসন পরে রয়েছেন৷ পোশাকে ফতোয়া জারির মন্তব্য করে নেটপাড়ার রোষানলে পডে়ছেন কঙ্গনা রানাউত৷