দেশের নামে ডিএমকে সঙ্গী কমল হাসান

Written by SNS March 9, 2024 6:06 pm

চেন্নাই, ৯ মার্চ– এবার দক্ষিণ ভারত পাখির চোখ বিজেপি তথা কংগ্রেসেরও৷ যেভাবেই হোক দক্ষিণ বিজয়ে আদাজল খেয়ে নেমে পড়েছে দুই দলেই৷  একদিকে, ইন্ডিয়া জোটকে সামনে রেখেই দক্ষিণ ভারতে ভোটব্যাঙ্ক তৈরি করতে চাইছে কংগ্রেস৷ অন্যদিকে, একের পর এক বিরোধী নেতাদের পদ্ম শিবিরে প্রবেশ করিয়ে জয়ের পথ মসৃন করছে বিজেপি৷

শুক্রবারই কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, কেরলের ওয়েনাড থেকেই লড়তে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তিরুবনন্তপুরম থেকে লড়বেন শশী থারুর৷ এবার দক্ষিণ ভারতের আরেক রাজ্যে আসন ভাগাভাগিও সেরে ফেলল কংগ্রেস৷ সূত্রের খবর, তামিলনাড়ুর শাসক দল ডিএমকের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছে কংগ্রেসের৷ সঙ্গে চমক হিসাবে কমল হাসানের দলও আসন পেল৷ শনিবার দুপুরেই জানা যায়, তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দলের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছে কংগ্রেসের৷ আর এই জোটের সন্ধি বেঁধেছেন অভিনেতা কমল হাসান৷ তাঁর দল মক্কাল নিধি মাইয়াম-ও এই জোটে লড়বেন৷ তাদের জন্যও আসন ছাড়া হয়েছে৷ এ দিন ডিএমকে-কংগ্রেস জোটে সামিল হয়ে কমল হাসান বলেন, ‘আমি দেশের জন্যই ডিএমকে-র নেতৃত্বে এই জোটে যোগ দিয়েছি, কোনও পদের জন্য নয়৷’ প্রসঙ্গত, ডিএমকে দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গী৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একসঙ্গে লডে়ছিল ডিএমকে ও কংগ্রেস৷ গত বছর তৈরি হওয়া ইন্ডিয়া জোটের সদস্যও ডিএমকে৷
তামিলনাড়ুতে মোট ৩৯টি আসন রয়েছে৷ এরমধ্যে কংগ্রেস ৯টি আসনে লড়তে পারে৷ কমল হাসানের দল মাত্র ১টি আসনে লড়তে চলেছে৷ বাকি আসনে লড়বে ডিএমকে৷ গতবারের নির্বাচনে বিরোধী জোট দারুণ ফল করেছিল৷ ৩৯টির মধ্যে ৩৮টি আসনেই জয়ী হয়েছিল ডিএমকে-কংগ্রেস, সিপিআই, সিপিআইএম জোট৷ ডিএমকে পেয়েছিল ২৪টি আসন, কংগ্রেস জিতেছিল ৮টি আসনে৷ সিপিআই ও সিপিআইএম দুটি করে আসনে জয়ী হয়েছিল৷