• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সোমবার খুলছে জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটনকেন্দ্র

দুর্গাপুজোর আগেই পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর জম্মু ও কাশ্মীরের ১২টি বন্ধ পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।

দুর্গাপুজোর আগেই পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর জম্মু ও কাশ্মীরের ১২টি বন্ধ পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী সোমবার, ২৯ সেপ্টেম্বর থেকে খুলছে এই পর্যটনকেন্দ্রগুলি। শুক্রবার শ্রীনগরের রাজভবনে ‘ইউনিফায়েড হেডকোয়ার্টার্স’ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যসচিব অটল দুল্লো সহ সেনা ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল অনন্তনাগ জেলার পহেলগাম সংলগ্ন বৈসরন উপত্যকায় পাকিস্তানি জঙ্গিদের হামলায় প্রাণ হারান ২৬ জন। ওই নারকীয় হত্যাকাণ্ডের পর আশঙ্কা করা হয় আরও জঙ্গি হামলার। সেই প্রেক্ষিতে উপত্যকার একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

দীর্ঘ কয়েকমাস বন্ধের পরে এবার ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে সেই কেন্দ্রগুলি। কাশ্মীর উপত্যকার যেসব এলাকাগুলি পুনরায় খুলছে, সেগুলি হল – আরু ভ্যালি, র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক এবং কামান পোস্ট। জম্মু অঞ্চলের পাঁচটি নতুন কেন্দ্রও খোলা হচ্ছে, যার মধ্যে রয়েছে দাগন টপ, রামবন, কাঠুয়ার ধাগ্গার, রিয়াসি এবং সালালের শিব গুহা।

Advertisement

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পর্যটনকেন্দ্রে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেনা ও আধাসেনা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য, বৈসরন হত্যাকাণ্ডের পরে ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা তুঙ্গে ওঠে। গত ৭ মে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হানে। চার দিন ধরে চলা ওই সংঘর্ষের পরে যুদ্ধবিরতি ঘোষণা হলেও নিয়ন্ত্রণরেখা বরাবর এখনও উত্তেজনা বিদ্যমান।

এই অবস্থায় দুর্গাপুজোর ঠিক আগে জম্মু ও কাশ্মীরের এই সিদ্ধান্ত পর্যটন শিল্পের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। আশা করা হচ্ছে, পুজোর ছুটিতে দেশ-বিদেশের পর্যটকেরা আবারও উপত্যকামুখী হবেন।

Advertisement