কলকাতা:-ছোট পর্দায় অভিনয় করে অনেকই বড়ো পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন, এমন উদাহরণ কম নেই। যীশু, আবির, মিমি, পায়েল, সবাই নিজের নিজের কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দা থেকেই। সম্প্রতি ঈশা সাহা এবং শ্বেতা ভট্টাচার্য ছোটো পর্দা থেকে বড়ো পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বাংলা সিরিয়াল জগতের আরও দুই জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা এবং দেবচন্দ্রিমা। সিরিয়ালে তাঁদের টিআরপি লড়াইয়ের মতোই বড় পর্দার নায়ক নিয়েও বেশ চমক দিলেন এই দুই নায়িকা। বড়ো পর্দায় একজন দেবের বিপরীতে অভিনয় করবেন আর অপরজন জিতের বিপরীতে অভিনয় করতে চলেছেন। তবে এক্ষেত্রে সৌমিতৃষাকে কিছুটা টেক্কা দিলেন দেবচন্দ্রিমা। সূত্রের খবর, সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। হাতে বেশ কিছু কাজ থাকার জন্য জিতের ছবির জন্য সময় দিতে পারেননি সৌমিতৃষা। তাই তাঁর জায়গাটা নিলেন দেবচন্দ্রিমা। শোনা যাচ্ছে, ছবির নাম ‘বুমেরাং’। একজোড়া জুটি থাকছে এই ছবিতে। মুখ্য জুটিতে অভিনয় করবেন জিৎ এবং রুক্মিনী মৈত্র। আর দ্বিতীয় জুটি তে অভিনয় করতে দেখা যাবে দেবচন্দ্রিমা এবং বল্লভপুরের রূপকথা খ্যাত অভিনেতা সত্যম রায়চৌধুরীকে।
সূত্রের খবর, অপরদিকে সৌমিতৃষা জানিয়েছেন, এর আগেই ‘প্রধান’ ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দেব ও রুক্মিণী অভিনীত কিশমিশ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে।
Advertisement
Advertisement



