• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শীঘ্রই আসতে চলেছে জিৎ-র নতুন ছবি ‘মানুষ’।

কলকাতা:- ‘চেঙ্গিজ’ সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবি নিয়ে খবরে এলেন জিৎ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে উপস্থিত একাধিক টিম মেম্বার। আর তাঁদের সঙ্গে দাঁড়িয়ে জিৎ ও সুস্মিতা চট্টোপাধ্যায়। এমন একটি গ্রুপ ছবি পোস্ট করে লেখেন, ‘মানুষ ছবির কাজের সময় সকলের সঙ্গে ভালো বন্ধনে আবদ্ধ হয়েছি। সত্যিই একটা সুন্দর যাত্রা।

কলকাতা:- ‘চেঙ্গিজ’ সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবি নিয়ে খবরে এলেন জিৎ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে উপস্থিত একাধিক টিম মেম্বার। আর তাঁদের সঙ্গে দাঁড়িয়ে জিৎ ও সুস্মিতা চট্টোপাধ্যায়। এমন একটি গ্রুপ ছবি পোস্ট করে লেখেন, ‘মানুষ ছবির কাজের সময় সকলের সঙ্গে ভালো বন্ধনে আবদ্ধ হয়েছি। সত্যিই একটা সুন্দর যাত্রা। ধন্যবাদ ও ভালোবাসা। সিনেমাহলে দেখা হবে।’এইভাবে নতুন ছবির খবর নিয়ে এলেন জিৎ। অধিকাংশ সময় কমার্শিয়াল ছবির তারকা হিসেবে দেখা যায় তাঁকে। যদিও কয়েকবার নিজেক চেনা ছকের বাইরে গিয়ে কৃষ্ণকান্তের উইল ও পিতৃভূমি-র মতো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু, তাঁর ভক্তরা তাঁকে কমার্শিয়াল ছবির নায়ক হিসেবেই দেখতে বেশি পছন্দ করেন। সে কারণেই তিনি তৈরিও করেন এমন ছবি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে চেঙ্গিজ। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পায় এই ছবিটি। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জিৎ ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়াও ছিলেন, সুদীপ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বিশ্বাস, ইন্দ্রজিৎ মজুমদার, রোহির রায়, সোহন বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এই প্রথম কোনও বাংলা ছবি যা হিন্দিতেও মুক্তি পায়। সূত্রের খবর, জানা গিয়েছে, দেবের আসন্ন ছবিও মুক্তি পাবে বাংলা ও হিন্দি দুই ভাষায়। ঠিক এরই মাঝে প্রকাশ্যে এল মানুষ ছবির কথা। ছবিটি পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার। প্রযোজনার দায়িত্বে আছেন জিৎ। এর আগেও প্রযোজক হিসেবে দেখা গিয়েছিল জিৎ-কে। এই ছবিতে আবার জিৎ-র বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এর আগে তাঁদের অনস্ক্রিন রোম্যান্স সকলের নজর কেড়েছিল। এখন এই ছবিতেও তাঁদের জুটি কতটা  দর্শকদের মন কাড়ে সেটাই দেখার বিষয়।

Advertisement

Advertisement