• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

আগামী নভেম্বর-ডিসেম্বরে জম্মু-কাশ্মীর বিধানসভা ভোটের বাঁশি বাজাল কমিশন

জম্মু, ৮ জুন– সবে শেষ হল লোকসভা নির্বাচন৷ আজ রবিবার শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইতিমধ্যেই গঠন করা হচ্ছে এনডিএর মন্ত্রিসভা৷ এরই মধ্যে আবার জম্মু-কাশ্মীর বিধানসভা ভোটের প্রস্তুতি-বাঁশি বাজিয়ে দিল নির্বাচন কমিশন৷ কমিশনের সচিব জয়দেব লাহিড়ী এক প্রেস বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশন অবিলম্বে কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের জন্য প্রতীক বণ্টনের আবেদনপত্র জমা

জম্মু, ৮ জুন– সবে শেষ হল লোকসভা নির্বাচন৷ আজ রবিবার শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইতিমধ্যেই গঠন করা হচ্ছে এনডিএর মন্ত্রিসভা৷ এরই মধ্যে আবার জম্মু-কাশ্মীর বিধানসভা ভোটের প্রস্তুতি-বাঁশি বাজিয়ে দিল নির্বাচন কমিশন৷ কমিশনের সচিব জয়দেব লাহিড়ী এক প্রেস বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশন অবিলম্বে কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের জন্য প্রতীক বণ্টনের আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ জানাচ্ছে৷
জম্মু-কাশ্মীরে শেষবার নির্বাচন হয়েছিল ২০১৪ সালে৷ সেবার পিডিপি নেতা মুফতি মহম্মদ সইদ এবং বিজেপির জোট সরকার ছিল৷ ২০১৬ সালে মুফতির মৃতু্যর পর তাঁর কন্যা মেহবুবা মুফতি জোট সরকারের নেত্রী নির্বাচিত হন এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন৷ কিন্ত্ত, আকস্মিকভাবে বিজেপি ২০১৯ সালের ১৮ জুন সমর্থন প্রত্যাহার করে নিলে মেহবুবা সরকারের পতন হয়৷
দীর্ঘদিন রাষ্ট্রপতির শাসন থাকার পর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়৷ বিলুপ্ত হয় ৩৭০ ধারা এবং ৩৫ এ৷ সেই থেকে এখনও পর্যন্ত ভূস্বর্গের সরকার রয়েছে লেফটেন্যান্ট গভর্নরের হাতে৷
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কমিশনের সাফল্য ব্যাখ্যায় সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও বলেছিলেন, খুব শীঘ্রই জম্মু-কাশ্মীর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাবে৷ নির্বাচন প্রক্রিয়া দ্রুত শুরু হবে৷
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ১০বি অনুচ্ছেদে নথিভুক্ত, অস্বীকৃত দলগুলিকে প্রতীক বণ্টন করা হয়৷ স্বীকৃত এবং জাতীয় দলগুলির ক্ষেত্রে নির্বাচনী প্রতীক সংরক্ষিত আছে৷ সে কারণে, ভোটে লড়ার জন্য সেগুলি ছাড়া আর কে কোন প্রতীকে লড়াই করতে চায়, তার আবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে কমিশন৷
সাধারণভাবে কোনও নির্বাচনের ৬ মাস আগে ভোটের প্রতীক বিলির প্রক্রিয়া চালু হয়৷ সেই হিসেবে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভোট করার ভাবনা থাকতে পারে কমিশনের৷ কারণ, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই কাশ্মীরের উঁচু জায়গাগুলিতে বরফ পড়তে পারে৷