সাম্প্রতিক পাহেলগাম সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে এসসিও বৈঠক থেকে পাকিস্তানকে বিঁধলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বৈঠকে উপস্থিত চিন, পাকিস্তানের বিদেশমন্ত্রীদের সামনেই নাম না করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠলেন বিদেশমন্ত্রী। ভারত যে কোনোভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না তা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত নিজেই কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
এসসিও বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে পাহেলগাম প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা এই তিন দানবের মোকাবিলা করার লক্ষ্যেই এই সংগঠন তৈরি করা হয়েছিল। এই তিনটি চ্যালেঞ্জ সর্বদা একসঙ্গেই আসে। জম্মু ও কাশ্মীরের পর্যটনমূলক অর্থনীতিকে দুর্বল করতে এবং ধর্মের ভিত্তিতে দেশে বিভাজন তৈরি করতে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছিল।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘ওই হামলার পর সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ওঠে। সেই অনুযায়ী ভারত পদক্ষেপ নিয়েছে। আমরা যা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এসসিও-র উচিৎ যে লক্ষ্যকে সামনে রেখে এই সংগঠন তৈরি করা হয়েছিল তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং সমস্ত চ্যালেঞ্জের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া।’ যদিও এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছিল রাষ্ট্রসঙ্ঘ ও এসসিওর বেশ কিছু সদস্য দেশ। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয়শঙ্কর।
Advertisement
বর্তমান বিশ্বের এই অস্থির পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর বলেছেন, ‘আমরা এমন এক সময়ে এখানে একজোট হয়েছি যখন গোটা বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চারিদিকে বিশৃঙ্খল অবস্থা। গত কয়েক বছরে আমরা আরও বেশি সংঘাত, প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক চাপ প্রত্যক্ষ করেছি। অর্থনৈতিক অস্থিরতা স্পষ্টতই বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় আমাদের সামনে চ্যালেঞ্জ হল বিশ্ব শৃঙ্খলাকে স্থিতিশীল করা, সম্ভাবনার পথ খোঁজা এবং আমাদের সম্মিলিত স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে এমন সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করা।’
Advertisement
Advertisement



