গরমের জন্য ঘরে বসে কর্মীদের কাজ করার পরামর্শ চেন্নাইয়ের আইটি সংস্থাগুলির

তীব্র গরমে জল সংকট বাড়ছে চেন্নাইয়ে। ছিটেফোঁটা বৃষ্টির দেখা নেই দক্ষিণের এই রাজ্যে।

Written by SNS Chennai | June 14, 2019 7:25 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

তীব্র গরমে জল সংকট বাড়ছে চেন্নাইয়ে। ছিটেফোঁটা বৃষ্টির দেখা নেই দক্ষিণের এই রাজ্যে। বর্তমানে যে জল সংকট দেখা দিয়েছে তাতে আগামী কিছুদিনের মধ্যে বৃষ্টি হলেও তাতে ৩ মাসের মধ্যে জলের আকাল মিটবে না বলে মনে করছে ভূবিজ্ঞানীরা।

শহরের বেশ কয়েকটি তথ্য ও প্রযুক্তি সংস্থা ঘরে বসে কাজ করার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছে। ‘ওয়ার্ক ফ্রম হােম’ পদ্ধতিতে কাজ করবেন কর্মীরা।

১২টি তথ্য ও প্রযুক্তি সংস্থার ৫ হাজারের কাছাকাছি কর্মীকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। এরকম নির্দেশিকার নজির দেখা গেছে ৪ বছর আগে।

রাজ্যে জল সংরক্ষণের জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে ওএমআর-এর প্রায় ৬০০টি আইটি এবং আইটিএস ফার্ম। তবে চেন্নাইয়ের মতাে বড় শহরে কতদিন এভাবে কাজ চালান যাবে তাই নিয়ে উঠছে প্রশ্ন।

এক আইটি সংস্থার অ্যাডমিন ম্যানেজার জানিয়েছেন, ‘আমরা শুরু দড়ির ওপর দিয়ে যেন হাঁটছি, প্রপাটি ট্যাক্সের ৩০ শতাংশ চলে যাচ্ছে জল ও সিউয়েজে। কিন্তু কোনও সুফল নজরে আসছে না’।