আইপিএল ২০২০ সম্পূর্ণ ক্রীড়াসূচি : উদ্বোধনী ম্যাচ খেলবে মুম্বই ও চেন্নাই

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের একদিনের ম্যাচের সিরিজে ১৮ মার্চ কলকাতায় শেষ খেলাটি হয়ে যাবার এগারাে দিন পর আইপিএল ক্রিকেট শুরু হবে।

Written by SNS New Delhi | February 17, 2020 4:47 pm

গতবারের ফাইনালের পুনরাবৃত্তি করে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস ও রানার্স আপ চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল ক্রিকেটে উদ্বোধনী ম্যাচ খেলবে ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের একদিনের ম্যাচের সিরিজে ১৮ মার্চ কলকাতায় শেষ খেলাটি হয়ে যাবার এগারাে দিন পর আইপিএল ক্রিকেট শুরু হবে।

রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে ক্রীড়াসূচি পরে ঘােষণা করা হবে তবে ফাইনাল হবে ২৪ মে। আরও জানানাে হয়েছে শনিবার দিন দুটি করে খেলা হবে না। এর ফলে লিগের খেলার শেষ হতে এক সপ্তাহ বেশি সময় লাগবে।

ভারতীয় ক্রিকেট বাের্ড সবকটি দলের কাছেই চুড়ান্ত ফিক্সচার পাঠিয়ে দিয়েছে। তাতে বলা হয়েছে যে ছয়দিন দুটি করে ম্যাচ হবে সে গুলি সবই রবিবার। লিগের শেষ খেলা হবে ১৭ মে। রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালাের বনাম মুম্বই ইন্ডয়ানসের মধ্যে।

শুধু রাজস্থান রয়্যালস বাদে বাকি সাতটি দল তাদের পুরনাে হােম বেসে থেকে গেলেও রাজস্থান রয়্যালস ইতিমধ্যে চেষ্টা করছে জয়পুর থেকে তাদের হােম বেস গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাবার জন্য।

আইপিএল ২০২০ ক্রীড়াসূচি :-

তারিখ ম্যাচ সময় স্থান
মার্চ ২৯, রবিবার মুম্বই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপার কিংস রাত ৮’টা মুম্বই
মার্চ ৩০, সোমবার দিল্লি ক্যাপিটালস বনাম কিংস এলেভেন পাঞ্জাব রাত ৮’টা দিল্লি
মার্চ ৩১, মঙ্গলবার রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স রাত ৮’টা বেঙ্গালুরু
এপ্রিল ১, বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদ  বনাম মুম্বই ইন্ডিয়ানস রাত ৮’টা হায়দ্রাবাদ
এপ্রিল ২, বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস রাত ৮’টা চেন্নাই
এপ্রিল ৩, শুক্রবার কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস রাত ৮’টা কলকাতা
এপ্রিল ৪, শনিবার কিংস এলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত ৮’টা মোহালি
এপ্রিল ৫, রবিবার মুম্বই ইন্ডিয়ানস বনাম রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর বিকেল ৪’টে মুম্বই
এপ্রিল ৫, রবিবার রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস রাত ৮’টা জয়পুর / গুয়াহাটি
এপ্রিল ৬, সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস রাত ৮’টা কলকাতা
এপ্রিল ৭, মঙ্গলবার রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত ৮’টা বেঙ্গালুরু
এপ্রিল ৮, বুধবার কিংস এলেভেন পাঞ্জাব বনাম মুম্বই ইন্ডিয়ানস রাত ৮’টা মোহালি
এপ্রিল ৯, বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স রাত ৮’টা জয়পুর / গুয়াহাটি
এপ্রিল ১০, শুক্রবার দিল্লি ক্যাপিটালস বনাম রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর রাত ৮’টা দিল্লি
এপ্রিল ১১, শনিবার চেন্নাই সুপার কিংস বনাম কিংস এলেভেন পাঞ্জাব রাত ৮’টা চেন্নাই
এপ্রিল ১২, রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদ  বনাম রাজস্থান রয়্যালস বিকেল ৪’টে হায়দ্রাবাদ
এপ্রিল ১২, রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ানস রাত ৮’টা কলকাতা
এপ্রিল ১৩, সোমবার দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস রাত ৮’টা দিল্লি
এপ্রিল ১৪, মঙ্গলবার কিংস এলেভেন পাঞ্জাব বনাম রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর রাত ৮’টা মোহালি
এপ্রিল ১৫, বুধবার মুম্বই ইন্ডিয়ানস বনাম রাজস্থান রয়্যালস রাত ৮’টা মুম্বই
এপ্রিল ১৬, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদ  বনাম কলকাতা নাইট রাইডার্স রাত ৮’টা হায়দ্রাবাদ
এপ্রিল ১৭, শুক্রবার কিংস এলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংস রাত ৮’টা মোহালি
এপ্রিল ১৮, শনিবার রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস রাত ৮’টা বেঙ্গালুরু
এপ্রিল ১৯, রবিবার দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স বিকেল ৪’টে দিল্লি
এপ্রিল ১৯, রবিবার চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত ৮’টা চেন্নাই
এপ্রিল ২০, সোমবার মুম্বই ইন্ডিয়ানস বনাম কিংস এলেভেন পাঞ্জাব রাত ৮’টা মুম্বই
এপ্রিল ২১, মঙ্গলবার রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত ৮’টা জয়পুর
এপ্রিল ২২, বুধবার রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস রাত ৮’টা বেঙ্গালুরু
এপ্রিল ২৩, বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস এলেভেন পাঞ্জাব রাত ৮’টা কলকাতা
এপ্রিল ২৪, শুক্রবার চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ানস রাত ৮’টা চেন্নাই
এপ্রিল ২৫, শনিবার রাজস্থান রয়্যালস বনাম রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর রাত ৮’টা জয়পুর
এপ্রিল ২৬, রবিবার কিংস এলেভেন পাঞ্জাব বনাম কলকাতা নাইট রাইডার্স বিকেল ৪’টে মোহালি
এপ্রিল ২৬, রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদ  বনাম দিল্লি ক্যাপিটালস রাত ৮’টা হায়দ্রাবাদ
এপ্রিল ২৭, সোমবার চেন্নাই সুপার কিংস বনাম রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর রাত ৮’টা চেন্নাই
এপ্রিল ২৮, মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্স রাত ৮’টা মুম্বই
এপ্রিল ২৯, বুধবার রাজস্থান রয়্যালস বনাম কিংস এলেভেন পাঞ্জাব রাত ৮’টা জয়পুর
এপ্রিল ৩০, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদ  বনাম চেন্নাই সুপার কিংস রাত ৮’টা হায়দ্রাবাদ
মে ১, শুক্রবার মুম্বই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস রাত ৮’টা মুম্বই
মে ২, শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস রাত ৮’টা কলকাতা
মে ৩, রবিবার রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর বনাম কিংস এলেভেন পাঞ্জাব বিকেল ৪’টে বেঙ্গালুরু
মে ৩, রবিবার দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত ৮’টা দিল্লি
মে ৪, সোমবার রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস রাত ৮’টা জয়পুর
মে ৫, মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদ  বনাম রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর রাত ৮’টা হায়দ্রাবাদ
মে ৬, বুধবার দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ানস রাত ৮’টা দিল্লি
মে ৭, বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স রাত ৮’টা চেন্নাই
মে ৮, শুক্রবার কিংস এলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস রাত ৮’টা মোহালি
মে ৯, শনিবার মুম্বই ইন্ডিয়ানস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত ৮’টা মুম্বই
মে ১০, রবিবার চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস বিকেল ৪’টে চেন্নাই
মে ১০, রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর রাত ৮’টা কলকাতা
মে ১১, সোমবার রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ানস রাত ৮’টা জয়পুর
মে ১২, মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদ  বনাম কিংস এলেভেন পাঞ্জাব রাত ৮’টা হায়দ্রাবাদ
মে ১৩, বুধবার দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস রাত ৮’টা দিল্লি
মে ১৪, বৃহস্পতিবার রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস রাত ৮’টা বেঙ্গালুরু
মে ১৫, শুক্রবার কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ রাত ৮’টা কলকাতা
মে ১৬, শনিবার কিংস এলেভেন পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস রাত ৮’টা মোহালি
মে ১৭, রবিবার রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ানস রাত ৮’টা বেঙ্গালুরু