বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে ইন্টারন্যাশনল প্রোজেক্ট ‘আয়না’।

কলকাতা:- বড় পর্দায় যেমন তিনি জমিয়ে কাজ করেছেন, তেমনই ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। আর এবার কাজ করতে চলেছেন ইন্টারন্যাশনল প্রোজেক্টে। বলিউড জগতে ওয়ে লাকি লাকি ওয়ে দিয়ে অভিনয় জগতে পা রাখেন। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এরপর গ্যাংস অব ওয়াসিপুর, ফুকরে, মাসান, রামলীলা, সরবজিৎ,জিয়া অউর জিয়া, লাভ সোনিয়া, কবারেট, দাস দেব, পাঙ্গা থেকে ম্যাডাম সেফ মাস্টার-র মতো বহু ছবিতে কাজ করেছেন। আর সব সময়ই এক্সপেরিমেন্ট করে গিয়েছেন নিজের অভিনয় নিয়ে। তবে এবার কাজ করতে চলেছেন ইন্টারন্যাশনল প্রোজেক্টে। ছবির নাম আয়না। ইন্দো ব্রিটিশ প্রোজেক্ট এটি। বাস্তব কাহিনির ওপর ভিত্তি করে তৈরি এই প্রোজেক্টটি তৈরি হচ্ছে। ছবির কাজ প্রথমে হবে ইউকে-তে। ইউকে-র কাজ শেষ করে ভারতে আসবে আয়না টিম। সূত্রের খবর, এই প্রোজেক্ট নিয়ে রিচা জানান, ছবিটি খুবই মজার। আমি আমার আন্তর্জাতিক ডেবিউ-র জন্য একটি শক্তিশালী স্ক্রিপ্ট চেয়েছিলাম। আয়না তার উপযুক্ত। ছবিটি যুক্তরাজ্যে শ্যুট করা হয়েছে। শীঘ্রই ইন্টারন্যাশনল প্রোজেক্টে ডেবিউ করবেন তিনি। যা তাঁর কেরিয়ারে অন্যতম টার্নিং পয়েন্ট হতে চলেছে। প্রিয়াঙ্কা অনেকদিন আগে পা রেখেছেন হলিউডে। দীপিকাও কাজ করেছেন ইন্টারন্যাশন প্রোজেক্টে। এমনকী শীঘ্রই মুক্তি পাবে আলিয়ার হার্ট অফ স্টোন। এটিও একটি ইন্টারন্যাশনল প্রোজেক্ট। এমন প্রোজেক্টে কাজ করেছেন হৃতিক রোশন। কাজ করতে চলেছেন আলি ফলজ। এটি আগামী বছর মুক্তি পাবে। সবিতা ধূলপালা হলিউডে ডেবিউ করবেন মাঙ্কি ম্যান দিয়ে। সিকন্দর খের-কেও দেখা যাবে এই প্রোজেক্টে। এরই মাঝে রিচাও ডেবিউ করবেন এমন প্রোজেক্ট। এই ছবিতে কাজ করেছেন ইউলিয়াম মোসেলি। তিনি ক্রনিকলস অউ নার্নিয়া-র জন্য খ্যাতি পেয়েছিলেন। এবার কাজ করবেন রিচার সঙ্গে।