• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহারে ৩ সন্দেহভাজন জঙ্গির অনুপ্রবেশের খবরে জারি হাই অ্যালার্ট

বিহারে বড়সড় নাশকতার ছকের আশঙ্কা দেখা দিয়েছে। নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ।

বিহারে বড়সড় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা তিন সন্দেহভাজন জঙ্গির খোঁজ করছে বিহার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁরা পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ-এর সদস্য। রাজ্যজুড়ে হাইঅ্যালার্ট জারি করেছে পুলিশ-প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, আগস্টের দ্বিতীয় সপ্তাহে জঙ্গিরা কাঠমান্ডুতে পৌঁছায় এবং সেখান থেকে নেপালের সীমান্ত পেরিয়ে তৃতীয় সপ্তাহে বিহারে প্রবেশ করে। গোয়েন্দা সূত্রে খবর পেতেই রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে সমস্ত জেলা পুলিশকে সতর্ক করা হয়। বিশেষভাবে নজরদারি বাড়ানো হয় সীমান্তবর্তী জেলা সীতামারহি, মধুবনি, পশ্চিম চম্পারণ, আরারিয়া, কিষানগঞ্জ এবং সুপৌল জেলায়। পাশাপাশি ভাগলপুর সহ অন্যান্য জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

তিন সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তাঁদের নাম হাসনেন আলি, আদিল হুসেন এবং মহম্মদ উসমান। তিনজনেরই পাসপোর্ট তথ্য, নাম ও ছবি প্রকাশ্যে আনা হয়েছে। ধৃত হাসনেন আলি পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা, আদিল হুসেন উমারকোটের এবং মহম্মদ উসমান বাহাওয়ালপুরের বাসিন্দা। গোয়েন্দারা খতিয়ে দেখছেন, এই তিনজন ছাড়াও আরও কেউ কি রাজ্যে প্রবেশ করেছেন বা নাশকতার পরিকল্পনায় জড়িত রয়েছে কি না।

Advertisement

অন্যদিকে, পুলিশ সাধারণ নাগরিকদের উদ্দেশে আবেদন করেছে, কোথাও কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তা যেন অবিলম্বে স্থানীয় থানায় অথবা পুলিশের হেল্পলাইনে জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের সতর্কতা ও সহযোগিতাই এমন বিপজ্জনক পরিস্থিতি রুখতে বড় ভূমিকা নিতে পারে।

Advertisement